- Home
- West Bengal
- West Bengal News
- লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির জল্পনা SBI রিপোর্টের পরই, ২৯ লক্ষ মহিলা গেমচেঞ্জার
লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বৃদ্ধির জল্পনা SBI রিপোর্টের পরই, ২৯ লক্ষ মহিলা গেমচেঞ্জার
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প
রাজ্যের সবথেকে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্প মূলত মহিলাদের। মহিলাদের মাসে ১০০০ টাকা ও পিছিয়ে পড়া মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হয়।
প্রকল্প চালু
মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য সেই সময় বড় সাফল্য পেয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডার
সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডারের উল্লেখ রয়েছে। রিপোর্ট অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার হল একটি গেমচেঞ্জার প্রকল্প।
রিপোর্টে দাবি
এসবিআই রিপোর্টে বলা হয়েছে , ২০২১ সালে বাংলার বিধানসভা ভোটে অতিরিক্ত ২৯ লক্ষ ১০ হাজার মহিলা বুথমুখী হয়েছেন। যার নেপথ্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প।
এগিয়ে লক্ষ্মীর ভাণ্ডার
রিপোর্টে আরও বলেছে যে ২৯ লক্ষ মহিলা ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন তাদের অধিকাংশই ২০১৬ সালের নির্বাচনে অংশ নেননি।
লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা
এর আগে কেন্দ্রীয় একটি রিপোর্টেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রশংসা করা হয়েছে। সেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতে প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গে ভোগ্যপণ্যের বিক্রি বেড়েছে।
প্রথমে টাকা
২০২১ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর সময় মহিলা পিছু দেওয়া হত মাত্র ৫০০ টাক। বর্তমানে টাকার অঙ্ক প্রায় দ্বিগুণ করেছে রাজ্য সরকার।
এসবিআই রিপোর্ট গুরুত্বপূর্ণ
গত ১০ বছরে রাজ্যে হওয়া নির্বাচনগুলির ভোটার সংখ্যা ও ভোটদানের প্রেক্ষিতে স্টেট ব্যাঙ্ক এর যে রিপোর্ট সামনে এসেছে তা যথেষ্টই তাৎপর্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আগামী বছর বিধানসভা নির্বাচন
চলতি বছর কোনও বড় নির্বাচন নেই রাজ্যে। আগামী বছর বিধানসভা নির্বাচন। আর সেই সময় টাকার অঙ্ক কি বাড়বে? শুরু হয়েছে গুঞ্জন
অনুদান বৃদ্ধি
এসবিআই রিপোর্টে লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্য আরও বাড়িয়ে দিচ্ছে টাকার অঙ্ক বৃদ্ধির জল্পনাকে। আলোচনা শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান ২০০০ টাকা করা হতে পারে বলেও।