- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নববর্ষের আগে টানা চার দিন ছুটি দিচ্ছে মমতা সরকার
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, নববর্ষের আগে টানা চার দিন ছুটি দিচ্ছে মমতা সরকার
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! নববর্ষে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে মমতা সরকার। ছুটির তালিকায় থাকছে নীল পুজো, আম্বেদকর জয়ন্তী ও নববর্ষের ছুটি।

খুশির হাওয়া রাজ্য সরকারি কর্মীদের মধ্য়ে। প্রকাশ্যে এল ছুটির তালিকা। এবার টাকা চার দিন ছুটি দিল মমতা সরকার।
কর্মজীবনে পা দেওয়ার পর থেকে সেভাবে মেলেনা ছুটি। শনি ও রবি ছাড়া হাতে গোনা কয়টি ছুটির দিন।
এবার কর্মীদের মন রাখে বাংলা নববর্ষের শুরুতে টানা চার দিন ছুটি দিচ্ছে মমতা সরকার।
সদ্য প্রকাশ্যে এল ছুটির তালিকা। সেখানে দেখা যাচ্ছে, আগামী ১৩ এপ্রিল নীল পুজো রবিবার। ১৪ এপ্রিল সোমবার বি আর আম্বেদকরের জন্মদিন। ১৫ মঙ্গলবার এপ্রিল নববর্ষ।
অর্থাৎ টানা তিন দিন ছুটি তো থাকছেই। তেমনই শনিবার অর্থাৎ ১২ তারিখ ছুটি থাকে যাদের তারা টানা চার দিন ছুটি পাবেন।
চলতি মাসে ৬ এপ্রিল ছিল রাম নবমীর ছুটি। ১০ এপ্রিল মহাবীর জয়ন্তীর ছুটি ছিল।
তেমনই আবার ১৮ এপ্রিল গুড ফ্রাইডে থাকার জন্য ছুটি থাকবে।
মাসের শেষ দিন অর্থাৎ ৩০ তারিখ অক্ষয় তৃতীয়া কিন্তু এখন পর্যন্ত কোনও ধরনের ছুটি ঘোষণা করা হয়নি।
নববর্ষের সময় এবার চারদিন মিলবে ছুটি। সব মিলিয়ে খুশির হাওয়া সর্বত্র।
সাধারণত এই সময় ছুটি থাকে স্কুল কলেজে। এবার ছুটি থাকবে সরকারি অফিসেও।

