সংক্ষিপ্ত
বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে ২৭টি হিন্দু ও ৪০টি সংখ্যালঘু পরিবার বাস করেন।
বাংলাদেশ সীমান্তে চলা অশান্তির প্রভাব এবার পড়ল ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তেলিয়াপাড়া গ্রামে। অভিযোগ, কয়েক দিন ধরেই গভীর রাতে বাংলাদেশের কিছু দুষ্কৃতী তেলিয়াপাড়া গ্রামে এলোপাথাড়ি পাথর ছোঁড়ে। আতঙ্ক ছড়ায় সংলগ্ন এলাতায়। যে ঘটনায় স্থানীয় বাসিন্দারা ভীত-সন্ত্রস্ত।
জানা গিয়েছে, বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপুর সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই গ্রামে ২৭টি হিন্দু ও ৪০টি সংখ্যালঘু পরিবার বাস করেন। সকলেই মূলত কৃষিকাজের উপর নির্ভরশীল। তবে সীমান্তের মাত্র ৫০ মিটার দূরে পুকুরের ওপারে থাকা বাংলাদেশি গ্রামগুলি থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় এই এলাকায়। যে গ্রামগুলি থেকেই রাতের অন্ধকারে পাথর ছুড়ছে বাংলাদেশী দুস্কৃতিরা বলে অভিযোগ।
স্থানীয় বাসিন্দা সুভাষ রায় বলেন, 'মঙ্গলবার গভীর রাতে আমাদের মাটির বাড়িতে প্রচুর পাথর পড়তে শুরু করে। বাড়ির ক্ষতি তো হয়েছেই, তার সঙ্গে সন্তানদের নিয়ে কীভাবে থাকব বুঝতে পারছি না। আতঙ্কে দিন কাটছে।'
বিষয়টি জানার পর বুধবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় পঞ্চায়েত সদস্য সিরাজুল ইসলাম জানান, 'বিএসএফ ও পুলিশ প্রশাসনকে দ্রুত জানানো হয়েছিল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।'
তবে এই বিষয়ে জেলা পুলিশ সুপার এবং বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি। এদিকে এই ঘটনা নিয়ে আতঙ্কিত তেলিয়াপাড়ার গ্রামবাসীরা নিরাপত্তার দাবি জানিয়ে প্রশাসনের দ্রুত পদক্ষেপের আবেদন জানিয়েছেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।