- Home
- West Bengal
- West Bengal News
- Weather News: পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল ঝড়ের কমলা সতর্কতা, টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
Weather News: পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল ঝড়ের কমলা সতর্কতা, টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
- FB
- TW
- Linkdin
পশ্চিমবঙ্গে আবহাওয়ার খামখেয়ালিপনায় আতান্তরে আপামর বঙ্গবাসী। গরমে, ক্লান্তিতে আর খামখেয়ালি ঝড়ের তাণ্ডবে তৈরি হয়েছে অস্বস্তিকর গলদঘর্ম পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি ফিরেছে মঙ্গলবার বিকেল থেকে।
আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বুধবার কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
গাঙ্গেয় বঙ্গের সমস্ত জেলায় বুধবার বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সাথে সাথে বাজ পড়ারও আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে কমলা সতর্কতা জারি করা হয়েছে। হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।
বুধবারের পর এই বৃষ্টি বৃহস্পতি এবং শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রা আগামী ৩ দিন ধরে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবারের পর ঝড়ের দাপট এবং বজ্রপাতের আশঙ্কা কমে যাবে। বৃষ্টি কমে গেলেই ফের বাড়তে শুরু করবে গরম।
উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলাতেও বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এই বৃষ্টিও উত্তরের প্রত্যেকটি জেলাতে শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির সঙ্গে বাজ পড়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
তাপমাত্রা আপাতত ৩ দিন ধরে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।