- Home
- West Bengal
- West Bengal News
- সুকান্ত-শুভেন্দুর ওপর ভর করে ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি? পুরোপুরি 'বাদ' দিলীপ
সুকান্ত-শুভেন্দুর ওপর ভর করে ভোট বৈতরণী পার হতে চায় বিজেপি? পুরোপুরি 'বাদ' দিলীপ
BJP News: বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। এই অবস্থায় কে হবে আগামী সভাপতি তাই নিয়ে জল্পন তুঙ্গে। বিজেপি সূত্রের খবর সুকান্ত মজুমদারই হচ্ছেন দ্বিতীয়বার সভাপতি।

বঙ্গ বিজেপির সভাপতি
বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচন এখনও বাকি রয়েছে। এই অবস্থায় কে হবে আগামী সভাপতি তাই নিয়ে জল্পন তুঙ্গে।
ভোটের নেতৃত্ব
আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন। কার নেতৃত্ব বিজেপি লড়ই করবে? তার উত্তর এখনও স্পষ্ট করে দেয়নি।
অমিত শাহের বঙ্গ সফর
দুই দিনের সফরে বঙ্গে এসেছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর তাঁর সঙ্গেও সভাপতি নিয়ে আলোচনা হয়েছে রাজ্য নেতাদের।
আলোচনা দিলীপ ইস্যুতে
বিজেপি সূত্রের খবর অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষ ইস্যুতেও আলোচনা হয়েছে। দিঘার জগন্নাথ মন্দির দর্শন থেকে শুরু করেছে তারপরের বিতর্কিত মন্তব্য - সব কিছু নিয়েই আলোচনা হয়েছে।
পিছিয়ে দিলীপ
বিজেপি সূত্রের খবর দিঘা বিতর্কের জেরে পিছিয়ে পড়েছেন দিলীপ ঘোষ। তাঁর বিষয়ে একটি রিপোর্টও রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার দিয়েছেন অমিত শাহকে।
ডাক পাননি দিলীপ
অমিত শাহের বৈঠকেও ডাক পাননি দিলীপ ঘোষ। এদিন জামাইষষ্ঠীর অনুষ্ঠানেই নিজেকে ব্যস্ত রেখেছিলেন রাজ্য বিজেপির সবথেকে সফল সভাপতি। এই অবস্থায় অনেকেই বলতে শুরু করেছে রাজ্য বিজেপিতে ব্রাত্য দিলীপ ঘোষ।
তাহলে সভাপতি কে ?
রাজ্য বিজেপির সভাপতি কে হচ্ছে? এই নিয়ে জল্পনা তুঙ্গে। বিজেপির সূত্রের খবর দ্বিতীয়বার সভাপতি হিসেবে আবারও ঘোষণা হতে পারে সুকান্ত মজুমদারের নাম।
বিজেপি সূত্রের খবর
শনিবার রাতের বৈঠকে শুভেন্দু অধিকারী, অমিত মালব্য, সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডেকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারই থাকছেন। তেমনই বলছে একটি সূত্র।
ঘোষণার অপেক্ষা
রাজ্য বিজেপির সভাপতি হিসেবে সুকান্তর নাম শুধুমাত্র ঘোষণার অপেক্ষা মাত্র। তেমনই খবর বিজেপি সূত্রে।
শুভেন্দু সুকান্ত জুটি
বিধানসভার অন্দরে শুভেন্দু অধিকারী আর বিধানসভার বাইরে সুকান্ত মজুমদারের নেতৃত্বে লড়াই হবে। তেমনই রণকৌশল নিচ্ছে বিজেপি।
২০২৬এর বার্তা
নেতাজি ইন্ডোরের দলীয় সমাবেশ থেকে অমিত শাহ ২০২৬ সালের বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন। বিজেপিকে তিনি রাজ্যের ক্ষমতায় দেখতে চান তেমনই বার্তা দিয়েছেন।
শুভেন্দু-সাকান্তই তুরুপের তাস
বিজেপি সূত্রের খবর দিল্লির নেতারা শুভেন্দু আর সুকান্তকেও তুরুপের তাস করে ২০২৬এর ভোট বৈতরণী পার হতে চাইছেন। আর সেই কারণে দিলীপ মোটের ওপর ব্রাত্য আপাতত বিজেপিতে।

