
'মাত্র ৪ শতাংশ ভোট দরকার, তাহলেই কুপোকাত তৃণমূল' অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু
Suvendu Adhikari : লাভপুরে শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প যাত্রা। তৃণমূলের ভোটব্যাঙ্কে ধস নামার দাবি থেকে শুরু করে ৩৯ বনাম ৪৬ শতাংশের লড়াই— বীরভূমে দাঁড়িয়ে আগামী নির্বাচনের জয়ের ব্লু-প্রিন্ট সাজালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Suvendu Adhikari : লাভপুরে পরিবর্তন সংকল্প যাত্রায় শুভেন্দু অধিকারী। তৃণমূলের সমালোচনায় বিরোধী দলনেতা। 'অনেক মুসলিমরাই তৃণমূল থেকে সরে যাচ্ছেন'। 'উপর থেকে প্রভু সব দেখছেন'। 'SIR-এর পরে তৃণমূলের সঙ্গে পার্থক্য আর নেই'। 'ওরা ৪৬ শতাংশ আর আমরা ৩৯ শতাংশ'। '৪ শতাংশ ভোট তৃণমূল থেকে বিজেপিতে আসলেই হয়ে হয়ে যাবে'। 'বিজেপিকে আপনারা একটু সাহায্য করলেই ক্ষমতায় আসবে'। 'বিজেপিকে আনুন, যোগ্যদের চাকরি ফিরিয়ে দেব'। বীরভূমে সুর চড়ালেন শুভেন্দু অধিকারী