
Suvendu on Mamata : টাকা দিয়ে দাঙ্গা BSF করিয়েছে, এত বড় কথা! মমতাকে চরম জবাব দিলেন শুভেন্দু
Suvendu Adhikari on Mamata Banerjee Latest : মুর্শিদাবাদে সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে বলেন, ‘BSF বাচ্চাদের টাকা দিয়ে ইট ছুঁড়িয়েছে। আমি সব খুঁজে বের করব।’
Suvendu Adhikari on Mamata Banerjee Latest : মুর্শিদাবাদে সাম্প্রতিক দাঙ্গা পরিস্থিতি নিয়ে রাজ্য রাজনীতিতে ফের উত্তাপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক মন্তব্য করে বলেন, 'BSF বাচ্চাদের টাকা দিয়ে ইট ছুঁড়িয়েছে। আমি সব খুঁজে বের করব।' তাঁর এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। মমতার বক্তব্যের পাল্টা তীব্র প্রতিক্রিয়া দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'এই সরকারই একসময় হাত-পা ধরে BSF-এর সাহায্য নিয়েছিল। এখন দোষ চাপানো হচ্ছে দেশের নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর ওপর।' তিনি আরও বলেন, 'যখন দাঙ্গা চলছিল, তখন পুলিশ শাটার ফেলে লুকিয়ে ছিল। পুলিশমন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কারণেই আমরা NIA তদন্ত চাই।' এই মন্তব্যের পর রাজ্য রাজনীতি আরও সরগরম হয়ে উঠেছে। কেন্দ্রীয় তদন্তের দাবি ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।