নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতারির প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভা বিজেপি। নন্দীগ্রামের সভা থেকেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যাকে নিশানা করেন বিজেপি নেতা। 

নন্দীগ্রামে বিজেপি কর্মী গ্রেফতারির প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে বিশাল পদযাত্রা ও প্রতিবাদ সভা বিজেপি। নন্দীগ্রামের সভা থেকেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যাকে নিশানা করেন বিজেপি নেতা।

নন্দীগ্রামে মিছিল

বেশ কিছুদিন আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালীর ট্যবলো ভাংচুর হয়। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত। ঘটনায় এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে নন্দীগ্রাম থানার পুলিশ। বিজেপি কর্মী গ্রেফতারির পরেই শুভেন্দু অধিকারি অভিযোগ করেছিলেন গ্রেফতার করতে গিয়ে পুলিশ মহিলাদের ওপর অত্যাচার করেছে,তারই প্রতিবাদে নন্দীগ্রামে প্রতিবাদ মিছিল ও সভা করলো বিজেপি। প্রায় দেড় হাজার লোক যোগ দেন আজকের মিছিলে। মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভামঞ্চ থেকে শুভেন্দু বলেন যে বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে সেই গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে পুলিশ হেনস্থা করেছে মারধর করেছে, গৌরাঙ্গ ঘড়ার স্ত্রীও মামলা করবে,সিভিক নিয়ে রেড করেছে এস আই,সিভিকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু বলেন গৌরাঙ্গ ঘড়ার স্ত্রী এস সি কমিশনে নালিশ করেছে,কোর্ট খুললে মুভ করবো।গৌরাঙ্গকে আমি জামিন করাবো,কাউকেই ছাড়বো না।

নিশানায় অভিষেক

সেবাশ্রয় নিয়ে ফের কটাক্ষ শুভেন্দুর। শুভেন্দু বলেন 'ভোটের আগে নন্দীগ্রামে ভাইপো বাবু আসছেন,আগে যতবার এসেছেন ততবার হেরেছেন। যেখান দিয়ে হেঁটেছেন সেখানেই বিজেপি লিড দিয়েছে, ভাইপো বলছে অনেকে অনুরোধ করেছে সেবাশ্রয়ের জন্যে। সেবাশ্রয় করছে, চুরির মাল খাবেন না। ট্যাবলেট খাবেন না ওই ট্যাবলেট এর মধ্যেই জন্মনিয়ন্ত্রণ এর ট্যাবলেট ঢোকানো রয়েছে। হিন্দুদের জন্মনিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। রক্ত দেবেন না। নন্দীগ্রামে আধুনিক পরিষেবা দিয়েছে দাবি করছে! কিন্তু নন্দীগ্রামের স্বাস্থ্য কেন্দ্র গুলো ধুকছে। বেহাল অবস্থা।' পাশাপাশি শুভেন্দুর প্রশ্ন কারা অভিষককে সেবাশ্রয় করার আবেদন জানিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, তৃণমূল চায় নন্দীগ্রামে হিন্দু জনসংখ্যা কমে যাক। হিন্দুরা বাংলাদেশের মত নন্দীগ্রামে সংখ্যায় কম হোক। কার্যত শুভেন্দুর এই মন্তব্যের পরেই বিতর্ক তুঙ্গে নন্দীগ্রামে।

শুভেন্দু আরও বলেন, ভোটে যদি বিজেপি জিতে ক্ষমতা দখল করে তাহলে প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা হবে। তিনি আরও বলেন, বিজেপি যোগ্যদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাবে। সেখানে গিয়ে যোগ্যদের চাকরি ফেরানোর দাবি জানাবে।