
'মাত্র ৪ শতাংশ ভোট দরকার, তাহলেই কুপোকাত তৃণমূল' অঙ্ক কষে বোঝালেন শুভেন্দু
Suvendu Adhikari Labpur Speech : ‘উপর থেকে প্রভু সব দেখছেন’, লাভপুরে তৃণমূলকে তুলোধনা শুভেন্দু অধিকারীর। মুসলিমরা তৃণমূল ছাড়ছেন দাবি করে ৪ শতাংশ ভোটের ম্যাজিক ফিগার সামনে আনলেন তিনি। বিজেপি ক্ষমতায় এলে কর্মসংস্থান ও দুর্নীতিমুক্ত বাংলার ডাক দিলেন বীরভূমে।