
'আপনার সঙ্গে মানুষ নেই, পুলিশ আর চোরেরা আছে' মমতাকে চরম আক্রমণ শুভেন্দুর
Suvendu Adhikari Jalpaiguri : জলপাইগুড়ির বানারহাটে শুভেন্দু অধিকারী। বানারহাটে তেরঙ্গা যাত্রায় শুভেন্দু। বানারহাটের মঞ্চ থেকেই তৃণমূলকে আক্রমণ। সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জন বার্লা। জন বার্লার নাম না নিয়েই আক্রমণ শুভেন্দুর।