- Home
- West Bengal
- West Bengal News
- I-PAC ইস্যুতে মমতাকে বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, সময়সীমা বেঁধে দিলেন ৭২ ঘণ্টা
I-PAC ইস্যুতে মমতাকে বড় হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর, সময়সীমা বেঁধে দিলেন ৭২ ঘণ্টা
আইপ্যাক ইস্যুতে মমতার বিরুদ্ধে মানহানির হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। সময়সীমা বেঁধে দিয়েছেন মাত্র ৭২ ঘণ্টা। শুভেন্দুর অভিযোগ মমতার বক্তব্য তাঁর সম্মান ক্ষুন্ন করেছেন। কোনও প্রমাণ ছাড়াই এই বক্তব্য রেখেছেন মমতা।

আইপ্যাক ইস্যুতে হুঁশিয়ারি
আইপ্যাক ইস্যুতে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭২ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছেন। তা নাহলেই মমতার বিরুদ্ধে মামলা করবেন বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন।
হুঁশিয়ারির কারণ
সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু অধিকারী লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ইডি তদন্ত থেকে মনোযোগ সরানোর মরিয়া চেষ্টা করছেন. আর সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি তাঁকেও কয়লা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত করে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন মানহানিকর অভিযোগ করেছেন। যাতে তিনি ব্যক্তিগতভাবে অত্যন্ত অপমানিত হয়েছেন। শুভেন্দু অভিযোগ করেছেন, কোনও প্রমাণ ছাড়াই তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাই তিনি মানহানির মামলা করতে চলেছেন বলেও জানিয়েছেন।
সময়সীমা ৭২ ঘণ্টা
শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়া পোস্টে আরও বলেছেন, 'আমার আইনজীবীর মাধ্যমে আমি তাঁকে একটি আইনি নোটিশ পাঠিয়েছি,সেখানে ৭২ ঘণ্টার মধ্যে সমস্ত অভিযোগের প্রমাণ দাখিল করার দাবি জানানো হয়েছে। যদি তিনি তা করতে ব্যর্থ হন, তবে আমি মানহানির জন্য উপুযুক্ত দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করব।'
Today, CM Mamata Banerjee, in a desperate attempt to divert attention from an ongoing ED investigation, made absolutely baseless defamatory allegations against me, linking me to an 'alleged' coal scam alongside the Hon'ble Union Home Minister.
These reckless statements, laced… pic.twitter.com/bCNtb4XcW7— Suvendu Adhikari (@SuvenduWB) January 9, 2026
কী বলেছিলেন মমতা?
আইপ্যাকের মালিক প্রতীক জৈনের বাড়ি আর অফিসে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় সেখানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই তিনি বলেন, 'ওরা বলছে কয়লার টাকা! কে খায়? অমিত শাহ খায়। গদ্দাদের মাধ্যমে টাকা দেওয়া হয়। সাথে আছে জগন্নাথ। পুরীর জগন্নাথ নয়। জগন্নাথ সরকার। ওঁর মাধ্যম দিয়ে টাকা যায় শুভেন্দুর কাছে। তারপর সেই টাকা অমিত শাহের কাছে যায়।' মমতার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই মামলা করতে উদ্যোগী হয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আইপ্যাকের অফিসে তদন্তের কারণ
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশি অভিযানের কারণ- ইডির দাবি, আইপ্যাকের মধ্যস্থতায় হাওয়ালার ১০ কোটি টাকার লেনদেন হয়েছে। অভিযুক্ত বেশ কয়েকজনের বয়ানে এই প্রতীক জৈনের নাম উঠে এসেছে। আর সেই কারণেই এই তল্লাশি অভিযান।

