
Suvendu on Abhishek: 'চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে', অভিষেককে আক্রমণ শুভেন্দুর
suvendu adhikari on abhishek: নন্দীগ্রামে সেবাশ্রয়ের ক্যাম্প করবে বলে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে পাল্টা দিয়ে শুভেন্দু অধিকারী জানান 'চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে'। পাশাপাশি জানান 'অভিষেক ট্যাবলেট বিতরণ করে নন্দীগ্রামের মানুষকে কিনতে পারবে না'।