Tanay Shastri on Mimi: 'আমিও এর শেষ দেখে ছাড়ব', গ্রেফতারির পর মিমিকে হুঙ্কার তনয় শাস্ত্রীর

Share this Video

tanay shastri arrest mimi case: বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে আদালতে তোলার পথে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেফতার হওয়া তনয় শাস্ত্রী। তিনি দাবি করেন,"মিমি চক্রবর্তী বলেছেন শেষের শুরু। আমিও এর শেষ দেখে ছাড়ব। এরপর যদি কিছু হয়, তাহলে উনি নিজের প্রভাব খাটিয়ে করতে চাইছেন।" তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়া গোপালগঞ্জ এলাকায় মিমি চক্রবর্তীর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে শুরু হওয়ায় রাত ১২টা ১০ মিনিট নাগাদ অনুষ্ঠান বন্ধের ঘোষণা করা হয়। এতে অপমানিত বোধ করেন অভিনেত্রী। পরদিন বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

Related Video