
'পদের লোভ নেই, কাজের আছে', তবে টিকিট নিয়ে আশাবাদী বিবেক
Vivek Gupta TMC : যিনি কাজ করেন, তাঁর পিছনে অনেকেই অনাবশ্যক ভাবে লাগার চেষ্টা করেন। এটাই বঙ্গ সমাজের দীর্ঘ দিনের রীতি। অনেকটা সে রকমই অভিজ্ঞতা ভাগ করে নিলেন জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তা। একাধারে সাংবাদিক, বড় সংস্থার কর্ণধার এবং রাজনীতিবিদ। দিনের অনেকটা সময়ই তাঁর রাজনৈতিক কাজে কেটে যায়। সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্নীতিতে দলের প্রভাবশালী নানা ব্যক্তির নাম জড়িয়েছে। অনেকে জেলও খেটেছেন এবং এখনও খাটছেন। এক সময় তাঁর এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধেও নানা অভিযোগ ওঠে। তাঁরই কেন্দ্রের বড়বাজারে দলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এশিয়ানেট নিউজ বাংলার এডিটর রজত কর্মকারের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় উঠেছে অনেক কিছুই। দেখুন চ্যানেলের প্রথম পডকাস্ট।