সংক্ষিপ্ত
দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম। Temperature down in West Bengal in the starting of February 2023
শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা রয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের থেকে প্রায় ২ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২-৩ দিন একই রকম থাকবে বঙ্গের তাপমাত্রা। বুধবার পারদ পৌঁছে গিয়েছিল প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি, বৃহস্পতিবার এক ধাক্কায় প্রায় ৩-৪ ডিগ্রি কমে গিয়ে তা ঘোরাফেরা করেছে ১৬ ডিগ্রির আশেপাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের শেষ দিকে পশ্চিমবঙ্গের তাপমাত্রা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ফেব্রুয়ারির প্রথম দিনের পর ফেব্রুয়ারির দ্বিতীয় দিনেই, অর্থাৎ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কলকাতায় এক ধাক্কায় পারদ নেমে গেছে প্রায় ৩ ডিগ্রি। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারও তাপমাত্রা একই রকম রয়েছে। উত্তরে দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি কমে গিয়ে ৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আপাতত উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। তবে, দু’দিন পর আগামী ৫ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি হতে দার্জিলিং জেলায়, তবে, সেই বৃষ্টির পরিমাণ থাকবে খুবই সামান্য। বৃষ্টি চলতে পারে টানা ২ দিন ধরে। ২-৩ দিন পর কালিম্পং জেলায় দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২-৩ দিন তাপমাত্রার পারদ প্রায় ২-৩ ডিগ্রি নীচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। ৬ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। এর পর আগামী সপ্তাহের ৯ ফেব্রুয়ারি থেকে আবার সামান্য পারদ পতন হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, চলতি এবং আগামী সপ্তাহ জুড়ে বাংলার তাপমাত্রার পারদ ওঠানামা করতেই থাকবে।
আরও পড়ুন-
Union Budget 2023 News: বাজেট পেশের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বক্তব্য
ভারতের প্রযুক্তি-সঙ্গী আমেরিকা, ‘তরুণ ভারতের জন্য নতুন ভারত’ টুইটার পোস্টে মোদীর প্রশংসায় মুখর প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর
ফেব্রুয়ারিতেই বাংলায় আসছেন অমিত শাহ, বিজেপির সাংগঠনিক ভিত মজবুত করার টার্গেট