- Home
- West Bengal
- West Bengal News
- সপ্তাহান্তে বিরাট বদল আবহাওয়ার, কত ডিগ্রি-তে নামবে শহরের তাপমাত্রা? রইল আপডেট
সপ্তাহান্তে বিরাট বদল আবহাওয়ার, কত ডিগ্রি-তে নামবে শহরের তাপমাত্রা? রইল আপডেট
ডিসেম্বরের শুরুতেই আবহাওয়ার পরিবর্তন আসছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে কলকাতায় পারদ ১৫ ডিগ্রিতে নামতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১১ ডিগ্রির আশেপাশে থাকবে।

ডিসেম্বরের শুরু থেকেই বদলে গেল আবহাওয়া। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই শীত প্রেমীদের জন্য এল দারুণ খবর। সপ্তাহান্তে জমিয়ে পড়বে শীত। সদ্য আবহাওয়া নিয়ে বিরাট আপডেট দিল হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে ধাপে ধাপে নামবে পারদ। উইকেন্ড থেকে অনুভব করা যেতে পারে শীতের কামড়। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। সপ্তাহ শেষে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১১-র আশেপাশে।
এতদিন পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণিঝড় দিটওয়ার প্রভাবে আটকে ছিল পারদ পতন। বর্তমানে সেই ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচপে পরিণত হয়েছে। যার জেরে সমস্ত দেশেই তৈরি হয়েছে শুষ্ক আবহাওয়ার পরিস্থিতি। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি হয়েছে পঞ্জাব, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়াতে।
এদিকে জমিয়ে শীত পড়ছে বাংলায়। কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে এক ধাক্কায় বাংলার আবহাওয়া নামবে বেশ খানিকটা। সপ্তাহের শেষে জমিয়ে শীত পড়বে বলে আশা সকলের। আজ শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রিতে।
এদিকে জমিয়ে শীত পড়বে উত্তরবঙ্গেও। দার্জিলিং-র পারদ নামতে পারে ৬ ডিগ্রিতে। আগামী কয়েকদিনে ভালোই কমবে পারদ। সব মিলিয়ে জমিয়ে শীত পড়তে চলছে বঙ্গে। নভেম্বরের মাঝা বরাবর শীত ঢুকেছিল বঙ্গে। মাঝে যদিও আবহাওয়ার বদল হলেও ফের শীত পড়তে চলেছে বঙ্গে।

