সংক্ষিপ্ত

সপ্তাহ শেষেই তাপমাত্রার পারদ পতনের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর, সেই পূর্বাভাস অনুযায়ীই সব জেলায় কমল তাপমাত্রা।

একবার ঠাণ্ডা, আরেকবার গরমে বেশ অস্বস্তিকর হয়ে উঠছিল পশ্চিমবঙ্গের আবহাওয়া, কিন্তু সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা একেবারে কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস অনুযায়ীই ১২ নভেম্বর ভোররাত থেকে নেমে গেল বাংলার তাপমাত্রার পারদ।

১২ নভেম্বর উত্তরের দার্জিলিঙে গতকালের চেয়ে এক ডিগ্রি কমে সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৮.৬ সেলসিয়াসের কাছাকাছি। বেলা বাড়লে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে প্রায় ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্বাভাবিকের চেয়ে এই তাপমাত্রা ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে কালিম্পঙের তাপমাত্রা প্রায় শুক্রবারের মতোই, সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রায় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। কালিম্পং জেলায় সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২.৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। অন্যদিকে জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা আজ ১৭.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে বলে জানাচ্ছে মৌসম ভবনের রিপোর্ট। যা বেলা বাড়ার সাথে সাথে ৩১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আকাশে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে।

বাঁকুড়া এবং বর্ধমানে গতকালের চেয়ে তাপমাত্রা সামান্য কম। আজকের সর্ব নিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে প্রায় ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, মালদহ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে যথেষ্ট।

দক্ষিণবঙ্গের মধ্যে আজ নদিয়ার কৃষ্ণনগরে তাপমাত্রা আজ প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, স্বাভাবিকের চেয়ে যা প্রায় ১ ডিগ্রি কম। শনিবার সকালে মেদিনীপুর জেলার তাপমাত্রাও শুক্রবারের চেয়ে কম। আজ সেখানে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ হতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকছে প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি।

রবিবার থেকে কলকাতায় ভালোরকম শীত অনুভব করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শীত বেশি অনুভূত হতে পারে বঙ্গের পশ্চিমের জেলাগুলিতে। ২৪ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বিহার ও ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে তাপমাত্রা তাড়াতাড়ি নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-
‘আমাকেও কামড়াতে এসেছিলেন,’ চাকরিপ্রার্থীকে পুলিশি কামড়ের ঘটনায় নবান্ন অভিযানের কথা স্মরণ করালেন শুভেন্দু
‘পুলিশবাহিনী কলঙ্কিত,’ চাকরিপ্রার্থীর হাতে কামড়ে দেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়
আধার কার্ড নিয়ে কেন্দ্র সরকারের নির্দেশিকা, প্রত্যেক নাগরিকের জন্য নয়া নিয়ম চালু