- Home
- West Bengal
- West Bengal News
- কলকাতায় হাড় কাঁপানো শীত, বছরের শেষে আরও বাড়বে ঠান্ডা? রইল আবহাওয়ার আপডেট
কলকাতায় হাড় কাঁপানো শীত, বছরের শেষে আরও বাড়বে ঠান্ডা? রইল আবহাওয়ার আপডেট
কলকাতায় হঠাৎ করেই পারদ পতন শুরু হয়েছে, যার ফলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে। একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বছরের শেষে আবহাওয়ার আরও অবনতি হতে পারে, তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

রবিবার থেকে শুরু হয়েছে পারদ পতন। সোমবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের অঞ্চলে কাল থেকে ছিল হাড় কাঁপানো শীত। সারাদিন কুয়াশার কারণে সেভাবে মেলেনি সূর্যের দেখা। বেলা ১টা পর্যন্ত ছিল মেঘলা আকাশ। পরে হালকা রোদের দেখা মেলে।
কাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে পৌঁছায় ১৮.২ ডিগ্রিতে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৫ ডিগ্রি, যা ছিল স্বাভাবিক। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ফারাক ৪.৭ ডিগ্রি।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা এরকমই থাকবে। তারপরের তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি।
জানা গিয়েছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় হতে চলেছে। যার জেরে রাজ্যের আবহাওয়া আরও খারাপ হতে চলেছে বছরের শেষ সপ্তাহে। দেশ জুড়েই চলছে পশ্চিমী ঝঞ্ঝা। এক ফলে দেশের কিছু অংশে বৃষ্টিপাত শুরু হয়েছে। আবার কোথাও অতিরিক্ত ঠান্ডা ও শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় রয়েছে।
এদিকে বাংলায়, ১ তারিখ থেকে চড়বে পারদ। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে। বছরের শুরুতে তাপমাত্রা চড়বে। কিছুটা হলেও কমবে শীত।

