৪৮ ঘন্টায় আরও পারদ পতন, দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে রইল বিরাট আপডেট
পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে ফের নামতে শুরু করেছে তাপমাত্রা। হাওয়া অফিস জানাচ্ছে, বড়দিনের পর তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে নামতে পারে এবং আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আরও ঠান্ডা বাড়বে।

ডিসেম্বরে হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মাঝে বাধা এসেছিল তাপমাত্রা পতনে। কিন্তু এখন তা কেটে গিয়েছে। এমনই জানাচ্ছে হাওয়া অফিস। যার জেরে ক্রমে কমছে তাপমাত্রা। কিন্তু, আরও কত ঠান্ডা পড়বে সে প্রশ্ন সকলের মনে।
হাওয়া অফিস বলছে, আপাতত তাপমাত্রা বৃদ্ধির কোনও পূর্বাভাস নেই। উল্টে আরওকমবে তাপমাত্রা। এমনই জানাল হাওয়া অফিস। আগামী ২ থেকে ৩ দিন দক্ষিণবঙ্গে বদল হবে আবহাওয়া। জেনে নিন আর কত ঠান্ডা পড়বে বঙ্গে।
সূত্রের খবর বড়দিনের পর প্রায় ১২ থেকে ১৩ ডিগ্রি তাপমাত্রা নামবে। কলকাতায় কমতে শুরু করবে আজ থেকে। আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি।
তেমনই পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়া কুয়াশার প্রভাবও কিছুটা হলেও কমবে। আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলায় থাকবে কুয়াশার দাপট। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। আগামী সপ্তাহে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
তেমনই উত্তরবঙ্গেও জমিয়ে শীত পড়েছে। আগামী ২-৩ দিনের মধ্যে আরও তাপমাত্রা কমবে পাহাড়ে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তেমনই ২৫ ডিসেম্বর আরও তাপমাত্রার পতন হবে বলে খবর।
