- Home
- West Bengal
- West Bengal News
- ঘূর্ণাবর্তের জেরে শীতে বাধা, বিরাট বদল আবহাওয়ার, গরম বাড়বে বঙ্গে? রইল আপডেট
ঘূর্ণাবর্তের জেরে শীতে বাধা, বিরাট বদল আবহাওয়ার, গরম বাড়বে বঙ্গে? রইল আপডেট
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে পূবালি হাওয়ার দাপট বাড়ছে, যার ফলে পশ্চিমি শীতল বাতাস বাধা পাচ্ছে। এর জেরে আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পাবে। বুধবার পর্যন্ত কুয়াশা থাকবে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হবে।

শেষ কয়েকদিন ধরে রাজ্যজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা কমেছে। শীতের ঠান্ডা আমেজ উপভোগ করছেন সকলে। কিন্তু, ঠান্ডাপ্রিয় মানুষদের জন্য এবার এল খারাপ খবর। শোনা যাচ্ছে, এবার বাড়বে গরম। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বাধা দিচ্ছে শীতে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূবালি হাওয়ার ঢুকতে শুরু করেছে বঙ্গে। এরই সঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমি শীতল বাতাসের দাপট কমবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। এর জেরেই গরম বাড়ছে বঙ্গে।
এই ঘূর্ণাবর্তের জেরে বাতাসের গতিপ্রকৃতি অনেকটা পাল্টাবে বলে খবর। তেমনই এর জেরে রাজ্য উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বাধা পাচ্ছে। তার বদলে বইছে পূবালি হাওয়া। এর কারণে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়ছে গরম।বিরাট বদল হতে চলেছে আবহাওয়ার। এমনই খবর হাওয়া অফিস সূত্রে।
ঘূর্ণাবর্তের জেরে ক্রমণ জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। যার কারণে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৩ ডিগ্রি। ফলে কমবে শীতের আমেজ। বেশ কদিন ধরে শীতের আমেজ উপভোগ করছিল রাজ্যবাসী। এবার বদল হতে চলেছে সেই আবহাওয়ার।
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, মঙ্গলবার অর্থাৎ আজ কলকাতা সহ গোটা রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা খুব একটা বদল হবে না। তবে, মঙ্গলবার তো বটেই বুধবার ভোর পর্যন্ত কুয়াশা থাকবে। বেলা বাড়ার সঙ্গে বাড়বে গরম। আজ মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি।

