- Home
- West Bengal
- West Bengal News
- মঙ্গলবার থেকেই বঙ্গের হাওয়া বদল, উত্তর থেকে দক্ষিণে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
মঙ্গলবার থেকেই বঙ্গের হাওয়া বদল, উত্তর থেকে দক্ষিণে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত? রইল বিরাট আপডেট
WB Winter Update: মাঝ নভেম্বরে রাজ্যজুড়ে শীতের আমেজ। দিনের বেলা হালকা গরম ভাব থাকলেও রাত বাড়তেই বাতাসে ঠান্ডা আমেজ। কেমন থাকবে সপ্তাহভর আবহাওয়া? জানুন বিশদে। দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

আজকের আবহাওয়ার আপডেট
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার। রাতের তাপমাত্রা ধীরে বাড়বে। পশ্চিমবঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। কোনও জেলার জন্য বৃষ্টির সতর্কতা জারি নেই। দার্জিলিং, পাহাড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সমতলে পুরুলিয়ায় ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা মৌসুমের স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গে বহু স্থানে উল্লেখযোগ্যভাবে কম।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের এক-দুটি স্থানে আজ ন্যূনতম তাপমাত্রা খানিক বেড়েছে। তবে রাজ্যজুড়ে আবহাওয়ার বড় কোনও পরিবর্তন হয়নি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন শ্রীলঙ্কার ওপর যে নিম্নচাপ ছিল, তা পরবর্তী ২৪ ঘণ্টায় ধীরে পশ্চিম-উত্তরপশ্চিমে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে । স্থলভাগে উল্লেখযোগ্য কোনও বড় আবহাওয়া সক্রিয় নেই বলে জানানো হয়েছে।
বাড়বে রাতের তাপমাত্রা?
আগামী ৭ দিনের পূর্বাভাস উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা প্রবল। দিন ২ থেকে দিন ৪ পর্যন্ত ভোরবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশায় দৃশ্যমানতা ২০০–৯৯৯ মিটার পর্যন্ত নেমে আসতে পারে কয়েকটি স্থানে। রাতের তাপমাত্রা আগামী ৪ দিনে ধাপে ধাপে ২–৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, এরপর পরবর্তী ৩ দিনে বড় পরিবর্তন সম্ভাবনা নেই ।
আজকের আবহাওয়া
কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মূলত পরিষ্কার আকাশ। সকালে মিস্ট; সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে প্রায় ২৮°C ও ১৯°C থাকার সম্ভাবনা। মঙ্গলবারও ভোরে কুয়াশা/মিস্ট কেটে পরে পরিষ্কার আকাশ—তাপমাত্রা আনুমানিক ২৯°C/১৯°C; সপ্তাহের মাঝামাঝি ২৯–৩০°C সর্বোচ্চ ও ১৯–২০°C সর্বনিম্ন ঘিরেই ওঠানামা করবে বলে ইঙ্গিত। আজ ১১:৩০-এ কলকাতায় সর্বোচ্চ ২৭.৯°C (স্বাভাবিকের চেয়ে ২.৭°C কম) ও সর্বনিম্ন ১৮.৫°C (স্বাভাবিকের চেয়ে ১.৪°C কম), আপেক্ষিক আর্দ্রতা ৮৭%–৪৫%, এবং বৃষ্টিপাত ০.০ মিমি রেকর্ড হয়েছে।
মৎস্যজীবীদের সতর্কবার্তা
উপকূল ও মৎস্যজীবী সতর্কতা আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও বিশেষ সতর্কতা নেই। বন্দর সতর্কতাও নেই । তবে ১৮ নভেম্বর বিকেল ৫:৩০ পর্যন্ত ০.৪–০.৯ মিটার উচ্চতার ও ১৭–২১ সেকেন্ড পিরিয়ডের স্ফীত ঢেউয়ের সম্ভাবনা থাকায় নৌযান চলাচলে সর্বোচ্চ সতর্কতা ও উপকূলীয় বিনোদনে সংযত আচরণের পরামর্শ দেওয়া হয়েছে

