- Home
- West Bengal
- West Bengal News
- এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল! ভিড়ে থিক থিক করছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যাত্রী সংখ্যা দেখে 'থ'
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল! ভিড়ে থিক থিক করছে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, যাত্রী সংখ্যা দেখে 'থ'
- FB
- TW
- Linkdin
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
ভিড়ে থিক থিক করছে এয়ারপোর্ট! ঠিক যেন শিয়ালদহ স্টেশন। লোক দেখে রীতিমতো অবাক হয়েছেন যাত্রীরাও।
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
গত ৫ বছরে এই রকম ভিড় আগে কখনও হয়নি। ২০১৯ সালে কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা ছিল ১৭.৪ লক্ষ।
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
আর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যাত্রী সংখ্যা হয়েছে ১৬.৮ লক্ষ জন। ১৯-এর তুলনায় কম হলেও সংখ্যাটা কিন্তু কম নয়।
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
তবে এই বছর যে পরিমাণ ভিড় হয়েছে তা আগামী ৫ বছরে হয়নি। বহু বছর পরে এতো ভিড় দেখা গেল বিমান বন্দরে।
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
জানা গিয়েছে গত এক সপ্তাহে হুহু করে বেড়েছে কলকাতা বিমা বন্দরের যাত্রী সংখ্যা।
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
এয়ারপোর্ট ডিরেক্টর প্রভাত রঞ্জন বেউরিয়া বলেছেন, “এয়ারপোর্টে যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য আমরা অতিরিক্ত কর্মী মোতায়েন করেছি, ব্যস্ততম সময়ে আমরা ডিজি যাত্রা লেন খুলে দিচ্ছি।”
এয়ারপোর্ট যেন বনগাঁ লোকাল!
সামনেই পুজো তার মধ্যেই ভিড়ে ঠাসাঠাসি এয়ারপোর্ট দেখে বোঝাই যাচ্ছে এই মরশুমে কিন্তু অনেকেই বেড়াতে যাচ্ছেন।