রাশিয়া থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরল কৃষকের ছেলে, খুশির হাওয়া এলাকাজুড়ে

চোপড়া ব্লকের দক্ষিণ হাজার বিঘা এলাকার কৃষকের ছেলে আশরাফুল হক রাশিয়া থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরল । গ্রামের ছেলের সাফল্যে খুশির হাওয়া এলাকাজুড়ে

/ Updated: Feb 10 2023, 12:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চোপড়া ব্লকের দক্ষিণ হাজার বিঘা এলাকার কৃষকের ছেলে আশরাফুল হক রাশিয়া থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে গ্রামে ফিরল  । গ্রামের ছেলের সাফল্যে খুশির হাওয়া এলাকাজুড়ে । ঘটনাটি চোপড়া ব্লকের ঘিরনিগাও গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ হাজার বিঘা এলাকায় | রাশিয়ার কাজাকসান মেডিক্যাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পড়াশোনা শেষ করে আশরাফুল | আল হিলাল মিশন থেকে পড়াশুনা করে রাশিয়া পাড়ি দিয়েছিল সে । আশরাফুল কার্ডিয়াক সার্জেন বা গাইনকোলজিস্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করে । কষ্টের দিন পেরিয়ে ছেলেকে ডাক্তার করতে পেরে আনন্দের পরিবেশ মুস্তাফা আলমের পরিবারে |