সমাপ্ত হলো নদীয়া জেলার ১৫টি পুজো উদ্বোধন! ভার্চুয়ালি উদ্বোধন সারলেন মমতা

মহালয়ার পুন্যলগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের একাধিক দূর্গা পুজোর। সেরকমই নদীয়া জেলার ১৫টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। শান্তিপুর সাহাপাড়া ব্যারো বারোয়ারির পুজোও সেই লিস্টে সামিল আছে।

Share this Video

মহালয়ার পুন্যলগ্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের একাধিক দূর্গা পুজোর। সেরকমই নদীয়া জেলার ১৫টি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। শান্তিপুর সাহাপাড়া ব্যারো বারোয়ারির পুজোও সেই লিস্টে সামিল আছে। বুধবার শান্তিপুর সাহাপাড়া ব্যারো বারোয়ারির পুজো উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদীয়া জেলার এবাধিক প্রশাসনিক অধিকর্তা সহ এলাকাবাসী।

Related Video