সাঁতরাগাছি ঝিলে এবারও পরিযায়ী পাখির সংখ্যা কম, দূষণকেই দুষছেন পক্ষীপ্রেমীরা

সাঁতরাগাছি ঝিলের জল এখন নালার মতো, পাখি শিকারও বন্ধ করা যাচ্ছে না | ঝিলের পাশে বহুতলের জন্যও পাখি কম আসছে, মত স্থানীয়দের |

/ Updated: Dec 23 2022, 04:57 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

হাওড়ার গর্ব সাঁতরাগাছি ঝিল। ৩ দশকেরও বেশি সময় ধরে প্রতিবারই শীতকালে এই জলাশয়ে পরিযায়ী পাখিদের ভিড় দেখা যায়। কিন্তু গত কয়েক বছর ধরেই এই জলাশয়ে পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। স্থানীয় পক্ষীপ্রেমীরা হতাশ। তাঁরা বলছেন, ন'য়ের দশকে যত পরিযায়ী পাখি আসত, এখন তার অর্ধেকও আসে না। নিয়মিত ঝিল পরিষ্কার না করা, দূষণ এবং ঝিলের পাশে অনেকগুলি বহুতল তৈরি হওয়াকেই পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে চিহ্নিত করছেন পক্ষীপ্রেমীরা।