সংক্ষিপ্ত
শ্মশানের রেজিস্টারে মৃত্যুর সময় দুপুর ১২টা! আরজিকর কাণ্ড নিয়ে নতুন রহস্য, ঠিক কখন মৃত্যু হয়েছিল তরুণীর?
কেটে গিয়েছে প্রায় ১৫টা দিন। আরজিকরকাণ্ডে এখনও তদন্ত করছে সিবিআই। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে জেল হেফাজতে রয়েছে সঞ্জয় রায়।
৯ অগাস্ট ঠিক কখন মৃত্যু হয়েছিল তরুণীর তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। ময়না তদন্তের যে রিপোর্ট রয়েছে তার সঙ্গে মিল নেই মৃত্যুর শংসাপত্রের। এবার বিস্ফোরক দাবি করা হয়েছে পানিহাটি শ্মশানের পক্ষ থেকে।
বৃহস্পতিবার আরজি করের মর্গে হানা দেয় সিবিআই। সেখানেই ধরা পরে একাধিক অসঙ্গতি। ৯ অগাস্ট তরুণীর মৃত্যুর পরে হাসপাতালেই ময়না তদন্ত হয় তরুণীর। এই ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, ৯ অগাস্ট ভোর ৩ থেকে সকাল ৬ মধ্যে মৃত্যু হয় অভয়ার। কিন্তু শ্মশানের রেজিস্টার বলছে অন্য কথা।
যে শ্মশানে তরুণীকে দাহ করা সেই রেজিস্টারে লেখা রয়েছে, " তরুণীর মৃত্যুর সময় দুপুর ১২টা ৪৪ মিনিট।" এই রেজিস্টার দেখেই ঘাট সার্টিফিকেট তৈরি হয়েছে।
এ প্রসঙ্গে শ্মশানের ম্যানেজার বলেছেন, " যে কেউ বললেই তো আর লিখতে পারব না। ডেথ সার্টিফিকেটে লেখা ছিল যে সময়টা সেটাই লেখা হয়েছে। এখানে কোনও ভুল হচ্ছে না।"
এই সময়ের তফাৎ নিয়েই শুরু হয়েছে জোর বিতর্ক। সময়ের অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন তরুণীর বাবা, মা-ও।
এ প্রসঙ্গে মৃত তরুণী চিকিৎসকের বাবা জানান, "আমার মেয়েকে ধর্ষণ আর খুনের পিছনে রয়েছে অনেক বড় চক্রান্ত। বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই চক্রান্ত করা হয়েছে।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।