অভিযোগ, এক শিক্ষকের সঙ্গে পরীক্ষাকেন্দ্রিক কিছু সমস্যা তৈরি হয় ছাত্রীর। আর সেই কারণেই ওই ছাত্রী ভুগছিলেন মানসিক অবসাদে। অনুমান অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। সূত্রের খবর, ওই পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দেন।

আবারও হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের ঘটনা সংবাদের শিরোনামে। বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ, এক শিক্ষকের সঙ্গে পরীক্ষা কেন্দ্রিক কিছু সমস্যা সৃষ্টি হওয়া এমন সিদ্ধান্ত নিয়েছেন ওই ছাত্রী। প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের সামনে ১২ নম্বর জাতীয় সড়ক রাস্তা অবরোধ করলেন অন্যান্য পড়ুয়ারা। দীর্ঘরাত পর্যন্ত চলে পথ অবরোধ ও ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় কল্যাণী থানার পুলিশকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বছর ২৪-এর আহত ছাত্রীর নাম সায়নী সেন। তিনি এমটেকের-এর প্রথম বর্ষের ছাত্রী । অভিযোগ, এক শিক্ষকের সঙ্গে পরীক্ষাকেন্দ্রিক কিছু সমস্যা তৈরি হয় ছাত্রীর। আর সেই কারণেই ওই ছাত্রী ভুগছিলেন মানসিক অবসাদে। অনুমান অবসাদ থেকেই চরম সিদ্ধান্ত নেন ওই ছাত্রী। সূত্রের খবর, ওই পড়ুয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দেন । গুরুতর অবস্থায় ছাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হরিণঘাটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এই ঘটনার পিুছনের সঠিক কারণ খুঁজছে পুলিশ। মানসিক অবসাদ নাকি অন্য কারণে রয়েছে এই চরম সিদ্ধান্ত নেওয়ার পিছনে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। যদিও এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল রাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা । পড়ুয়াদের অভিযোগ, এর আগেও এই শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটেছে। তারা জানালেন, কলেজ কর্তৃপক্ষ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স রাখার কথা দিলেও তারা এদিন সেই পরিষেবা পান নি। এই সময়মতো অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য মেয়েটির আজ এই অবস্থা। এর দায়ভার কে নেবে। তাদের অভিযোগ, মেয়েটিকে নিগ্রহ করা হয়েছে। দিন কয়েক আগেই কলেজ ছাত্রকে এক অধ্যাপিকার ‘বিয়ে’ করা নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল গোটা নেটদুনিয়ায় । বিতর্ক ছড়াতেই শুরু হয়েছিল চর্চা। এবার এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে গেল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।