সংক্ষিপ্ত
আক্রান্ত নাট্যকর্মীর অভিযোগ, নাট্যচর্চা বন্ধ করিয়ে তাঁকে অতি শীঘ্র মানসিক হাসপাতালে ভর্তি না করালে তাঁরা এসে তাঁকে ‘রেলের তলায়’ ফেলে দেবেন বলেও হুমকি দেন। ঘটনার তীব্র নিন্দা করে ক্ষোভে ফেটে পড়েছেন অভিনেতা কৌশিক সেন এবং ঋদ্ধি সেন।
অভিনেতা কৌশিক সেন, অনির্বাণ ভট্টাচার্য সরব হওয়ার পর বেলেঘাটায় নাট্যকর্মী অমিত সাহার ওপর শাসকদল তৃণমূলের নেতা অলোক দাসের নেতৃত্বে হওয়া হেনস্থার প্রতিকার পাওয়া গিয়েছিল, অবশেষে নির্বিঘ্নে নাটক মঞ্চস্থ করতে পেরেছিলেন অমিত। কিন্তু, সেই ঘটনার পর আবারও একই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে এবং এই পরবর্তী ঘটনাটিতেও অভিযোগ উঠল রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধেই। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার রানাঘাটে। ঘটনার প্রতিবাদে ফের সরব হয়েছেন অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি সেন, প্রমুখ শিল্পীরা।
নদিয়া জেলার রানাঘাটে নাট্যশিল্পী নিরুপম ভট্টাচার্য তাঁর বাবার সৃষ্টি করা নাটকের মহড়াস্থলে দীর্ঘ বছর ধরেই নিয়মিত নাটকের চর্চা করে আসছেন। কিন্তু, তাঁর অভিযোগ, হঠাৎ করেই তাঁর প্রতি বিরূপ হয়ে উঠতে শুরু করেন এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। কারণ, তাঁর বাবা দীর্ঘদিন ধরেই বামপন্থী, যাঁর বয়স বর্তমানে ৭৬ বছর। গত ২ দিন আগে রাতে খাওয়াদাওয়ার পর নিরুপম তাঁর বাড়ির এলাকায় হাঁটতে বের হন। অভিযোগ, তখনই তাঁর সামনে এসে উপস্থিত হন এলাকার পঞ্চায়েত সদস্য দেবাশিষ কাহার, তিনি নিরুপমের বাবার নাম তুলে অশ্লীল ভাষায় কটূক্তি করতে থাকলে নিরুপম তার প্রতিবাদ করেন। তারপর তিনি বাড়ি ফিরে আসেন।
সেই রাতেই প্রায় ২০ জন তৃণমূলের নেতাকর্মী এসে সদলবলে হাজির হন নিরুপমের বাড়ির সামনে। নিরুপম জানিয়েছেন, ওই দলের মধ্যে আঞ্চলিক তৃণমূল নেত্রী শিখা দে এবং তার ছেলে শুভম দে-ও ছিলেন। তাঁরা সবাই মিলে নিরুপমকে মারধর করতে থাকেন, তাঁর ৭৬ বছর বয়সী বাবা এবং ৬৪ বছর বয়সী মা-কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তারপরেই দেখা যায়, তৃণমূলের নেতাকর্মীদের আসল উদ্দেশ্য রয়েছে নিরুপমের নাটকচর্চা বন্ধ করার দিকে। তাঁরা নিরুপমের বাবাকে মোলায়েম কণ্ঠে জেঠু বলে সম্বোধন করে হুঁশিয়ারি দেন, ‘তোমার পাগল ছেলের এই ঘরের (মহড়ার ঘর) সমস্ত অ্যাকটিভিটি বন্ধ করতে হবে।’ এখানেই শেষ নয়, নাট্যচর্চা বন্ধ করিয়ে নিরুপমকে অতি শীঘ্র মানসিক হাসপাতালে ভর্তি না করালে তাঁরা এসে তাঁকে ‘রেলের তলায়’ ফেলে দেবেন বলেও হুমকি দেন বলে অভিযোগ।
এরপর আতঙ্কিত, ত্রস্ত এবং প্রায় প্রাণ হাতে করে নিরুপম রানাঘাট থানায় এই ঘটনার অভিযোগ জানাতে গেলে থানা বিভিন্ন টালবাহানায় তাঁকে অপেক্ষা করিয়ে রাখে এবং বারবার অভিযোগপত্র লেখার নির্দেশ দেয় বলে অভিযোগ। থানার কর্তাদের নির্দেশ এবং আইনজীবীর পরামর্শ মেনে নিরুপমকে নিজের অভিযোগপত্র থেকে ‘তৃণমূল নেতা’-দের নাম এবং তাঁর বাবার ‘বামপন্থী’ হওয়ার প্রসঙ্গও বাদ দিতে হয়। তারপর অবশেষে থানা থেকে তাঁর অভিযোগ জমা নেওয়া হয়। এই ঘটনার পরেই বাংলার শিল্পী মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। অভিনেতা বিপ্লব বন্দ্যোপাধ্যায় ঘটনা সম্পর্কে নিজের সোশ্যাল মিডিয়া পেজে মানুষকে অবগত করেছেন। অভিনতা কৌশিক সেন এবং ঋদ্ধি সেন এই ঘটনার বিরুদ্ধে তীব্রভাবে সরব হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় ঋদ্ধি লিখেছেন, “রানাঘাট সৃজকের নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যকে তাদের নাটক কসাইয়ের অভিনয়ের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা শারীরিক ভাবে আক্রমণ করে l তারপর তাকে হুমকি দেয়, যে রানাঘাটে তার ইন্টিমেট স্পেস ‘ডাকঘরে’ তাকে নাট্যচর্চা করা বন্ধ করতে হবে l কারণ ? তাদের নাট্যচর্চা নাকি পরিবেশ দূষিত করে তুলছে l তাই জন্যই চুরির টাকা দিয়ে করা কার্নিভালে ED’র তলব করা নায়ক নায়িকাদের নিয়ে হাঁটতে গেলে সরিয়ে দিতে হয় ন্যায়ের লড়াইয়ে নামা চাকরিপ্রার্থীদের l কারণ? কার্নিভালের মাঝে সত্যের উপস্থিতিও কি পরিবেশ দূষণ ঘটায় ? নিরুপম ভট্টাচার্যের দোষ কি? সে সৎ ভাবে থিয়েটার করে , নিজের মতো করে থিয়েটারকে বদলানোর স্বপ্ন দেখে , সে তার নাটকে সত্যি কথা বলে l সেই জন্যই শাসকের কালো হাত টেনে ধরে তার কলার, ভেঙে দিতে চায় ডাকঘরl কারণ ডাকঘরের বদলে আরও একটা ক্লাবঘর হলে সুবিধে অনেক , জমানো যাবে আরও কিছু চুরির টাকা, অশিক্ষা আর আর DJ box চালিয়ে নাচ l আর সংস্কৃতি বরাদ্দ থাকবে শুধু তাদের জন্যে , যারা মহানায়ক উত্তম কুমার সম্মান আর কলকাতা ফিল্ম ফেস্টিভালের প্রথম দিনে নীল সাদা রঙের সামিয়ানার তলায় থাকবেন l নাহলেই মার, চোখ রাঙানি , আসলে রাজনীতি বরাবরই স্বাধীন মনের শিল্পীদের রগড়ে দিতে চায় l এই জঘন্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের গ্রেফতার করতেই হবে l নিরুপম ভট্টাচার্য নিরাপদ নন l অভিষেক বন্দ্যোপাধ্যায় স্রেফ রাজনীতি করেন বলে যদি তার বাসস্থানের বাইরে সাধারণ মানুষের যাতায়াতের রাস্তা অর্ধেক আটকে একটা আস্ত পুলিশ ফোর্স সঙ্গে দুটো ট্যাঙ্ক দাঁড়িয়ে থাকতে পারে ২৪ ঘন্টা , তাহলে নিরুপম ভট্টাচার্যকেও প্রোটেকশন দিতে হবে, কারণ দুজনেই মানুষ, তফাত শুধু শিরদাঁড়ায় l”
আরও পড়ুন-
বাড়িতে প্রথমবার এল ছেলে 'বায়ু', তার আগমনে নতুন রূপে সাজল বলিউড অভিনেত্রী সোনম কাপুরের দিল্লির বাড়ি
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট কবে হতে পারে? তারিখ বলে দিলেন শুভেন্দু অধিকারী
কোন স্বপ্ন দেখলে বাড়বে প্রচুর ধনসম্পত্তি, কোন স্বপ্ন বুঝিয়ে দেয় আপনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, জেনে নিন স্বপ্ন দেখার ফলাফল