- Home
- West Bengal
- West Bengal News
- Weather Update: ২-৩ ঘন্টার মধ্যে শুরু হবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্কতা কোন কোন জেলায়?
Weather Update: ২-৩ ঘন্টার মধ্যে শুরু হবে বৃষ্টি, বইবে ঝোড়ো হাওয়া, সতর্কতা কোন কোন জেলায়?
Weather Update: আজ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সাত জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আগামী ২-৩ ঘন্টার মধ্যে শুরু হবে বৃষ্টি।

সকাল থেকেই আকাশের মুখ ভার। বিভিন্ন জায়গায় হচ্ছে বৃষ্টি। আবার কোথাও রয়েছে বৃষ্টির সতর্কতা।
আজ সোমবার কলকাতায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২-৩ ঘন্টার মধ্যে শুরু হবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সাত জেলায় বৃষ্টির সতর্কতা জারি করে হাওয়া অফিস। জেনে আর ২-৩ ঘন্টার মধ্যে কোথায় কোথায় শুরু হবে বৃষ্টি।
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টি হতে পারে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, জলপাইগুড়িতে।
বৃষ্টির সম্ভাবনা আছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।
বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতেও। আজ বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
সঙ্গে আজ বইবে দমকা হাওয়া। আজ ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড় ও বাতাস বইতে পারে। রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। এমনই জানাল হাওয়া অফিস।
সূত্রের খবর, আগামী ২-৩ ঘন্টার মধ্যে বাংলার বিভিন্ন জেলায় হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে সতর্ক থাকা উচিত সকলের।
তেমনই দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন বৃষ্টি কম হবে। আর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভাবে হবে বৃষ্টি।
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। তেমনই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি।

