TMC worker arrest news: তার মধ্যে রয়েছে একটি স্টেন গান। সাধারণত, যে স্টেন গান ব্যবহার করে থাকে কাশ্মীরের জঙ্গিরা। এছাড়াও ৩টি দেশি রিভলভার এবং অনেক কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
TMC worker arrest news: রাজ্যের অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার হল বিপুল অস্ত্রশস্ত্র। সোমবার রাতে হানা দিয়ে তৃণমূল কর্মী নইম আলি ওরফে নেপালির বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ।
যার মধ্যে আবার রয়েছে একটি স্টেন গান এবং কার্তুজ
ঘটনার পর থেকেই অবশ্য পলাতক অভিযুক্ত সেই নইম আলি। কিন্তু কী কারণে এত অস্ত্র সেখানে মজুত করা হয়েছিল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, অভিযুক্ত নইম আলি আবার পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ দের ভীষণ ঘনিষ্ঠ। সেই নইমের বাড়িতেই সোমবার রাতে, তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
তার মধ্যে রয়েছে একটি স্টেন গান। সাধারণত, যে স্টেন গান ব্যবহার করে থাকে কাশ্মীরের জঙ্গিরা। এছাড়াও ৩টি দেশি রিভলভার এবং অনেক কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে এই ঘটনার পর থেকেই পলাতক নইম আলি। এখন তাঁকে খুঁজছে পুলিশ। কিন্তু এই অস্ত্রগুলি সে কোথা থেকে পেল এবং কেনই বা মজুত করে রেখেছিল, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
এই বিষয়টি নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ঠিক কী বলেছেন?
তাঁর কথায়, “ঐ এলাকায় তৃণমূলকে টাকা না দিয়ে একটা ইঁট গাঁথা যায় না। এই সব অস্ত্র দিয়েই তৃণমূল দিনের পর দিন সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে ওখানে। এখন পুলিশ সেখানে গিয়ে এগুলো উদ্ধার করে আসলে নাটক করছে। মানুষ সব জানে এবং বোঝে।"
সোমবার রাতে, পানিহাটিতে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্রশস্ত্র। হানা দিয়ে তৃণমূল কর্মী নইম আলি ওরফে নেপালির বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে খড়দা থানার পুলিশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


