TMC Office Protests in Midnapore: TMC কার্যালয়ে ডেকে প্রাক্তন বিজেপি কর্মীকে যৌন নির্যাতন! তৃণমূল অঞ্চল সভাপতির গ্রেফতারের দাবিতে তোলপাড় মেদিনীপুর
প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল অঞ্চল সভাপতির উপরে। ঘটনাটি ঘটেছে মকরামপুরে। অভিযুক্ত লক্ষ্মীকান্ত সিটকে গ্রেফতারের দাবিতে জোর বিক্ষোভ তুলেছেন বিজেপি নেতারা। মেদিনীপুরের (Midnapore) ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভের সময় পুলিশ অভিযুক্তকে গ্রেফতার না করে অন্যায় ভাবে কর্মসূচিতে যুক্ত বিজেপি নেতাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে যতক্ষণ পর্যন্ত না অভিযুক্ত গ্রেফতার হচ্ছে ততক্ষণ বিজেপি কর্মসূচি চালাবে বলে জানা গিয়েছে।
নির্যাতিতাকে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে রবিবার সকাল ১০ টা নাদাগ নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূল কার্যালয়তেই ঘটনাটি ঘটেছে। এরপর নির্যাতিতাকে মকরামপুর হাসপাতালে ভর্তি করেন তাঁর মা।
জানা গিয়েছে যে এই নির্যাতিত মহিলা একসময় বিজেপির সমর্থক ছিলেন। স্বামীর একটি ওষুধেরও দোকান রয়েছে। গত কয়েক বছর ধরে তাঁর স্বামীকে বহুবার হেনস্থার মুখে পড়তে হয়। মহিলাকে বিজেপি ছাড়ার জন্য বারবার বলতে থাকেন তৃণমূল সমর্থকেরা। এরপর লিখিত ভাবে বিজেপি ছাড়ছি এঐই বয়না জমা দিতে গিয়েই তাঁকে এই অত্যাচারের মুখে পড়তে হয়েছে বলে জানা গিয়েছে।


