সংক্ষিপ্ত

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের নামে এবার নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে নোংরা মন্তব্যের অভিযোগ।

 

বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যু কামনা করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো সম্পর্কে নোংরা মন্তব্য করেন। যার জেরে তাঁর বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। কড়া পদক্ষেপ নেওয়ার আর্জিও জানান হয়েছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া বলা হয়েছে, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুমিত আর্থিক মূল্য দেওয়ার চেষ্টা করে শালীনতার সীমা অতিক্রম করেছেন। শুধু নয় , বাংলার সকল মহিলাকে অসম্মান করা হয়েছে। বাংলায় এই ধরনের নির্লজ্জ দুঃশাসনের কোনও স্থান নেই। নারী বিরোধী দালালদের আমাদের মা বোনেরা কখনই সহ্য করবে না।'

 

 

দলের নেতা নেত্রীরাও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নোংরামন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তৃণমূলের মহিলা শাখার সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, 'অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইরকম অপমানজনক শব্দ উচ্চারণ করে শালীনতার সমস্ত সীমা অতিক্রম করেছেন। কোনও ভদ্র মানুষ এমনভাবাষয় কথা বলতে পারে না। নারীদের মর্যাদা কীভাবে রক্ষা করা যায় তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের থেকে কেউ ভাল জানে না। বাংলার মানুষ এটা মেনে নেবে না। '

মোদীর দৌলতে পিসি-ভাইপোর রাজনীতি জাতীয় স্তরে , অখিলেশকে আক্রমণে 'মমতা' তীর

অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের মতই রাজনীতির আঙিনায় নতুন কীর্তি আজাদও তাঁর তীব্র সমালোচনা করেছেন। বলেছেন, এজাতীয় মন্তব্য করা ঠিক নয়। তিনি আরও বলেন, নারীদের অপমানই বিজেপির একমাত্র গ্যারান্টি। তৃণমূল কংগ্রেস নেত্রী শশী পাঁজা বলেন, 'আপনার সাহস কোথা থেকে এল, আমাদের জননেত্রী সম্পর্কে এমন কুরিচুকর মন্তব্য করার। এটা আমাদের কল্পনার বাইরে। এটা চূড়ান্ত অভদ্রতা। ' অভিজিৎকে ক্ষমা চাওয়ার কথাও বলেন তিনি।

Shocking: মালদায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু ১১ জনের, ২ লক্ষ টাকা ক্ষতিপুরণ ঘোষণা

 

হলদিয়ায় নির্বাচনী প্রচারে অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় মমতাকে আক্রমণ করে প্রশ্ন করেন কতটা তিনি বিক্রি হন। তিনি সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতির কথাও তোলেন। যা নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি।