- Home
- West Bengal
- West Bengal News
- 'শুয়োরের সঙ্গে কুস্তি করি না!' কল্যাণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য মহুয়ার
'শুয়োরের সঙ্গে কুস্তি করি না!' কল্যাণ সম্পর্কে বিস্ফোরক মন্তব্য মহুয়ার
কল্যাণ সম্পর্কে মন্তব্য করলেও মহুয়া এদিন জনিয়েছে তিনি আস্থা রেখেছেন দলনেত্রী মমতার ওপর। তিনি বলেছেন, এজাতীয় সহকর্মীদের নিয়ে মমতা নিজেও দীর্ঘ দিন ধরে চলছেন।

মহুয়া বনাম কল্যাণ
গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেলেও মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্ব এখনও রয়ে গেছে। দুজনেই তৃণমূল কংগ্রেসের সাংসদ। একজন কৃষ্ণনগরের অন্যজন শ্রীরামপুরের সাংসদ। দলীয় কর্মসূচি থেকেই দুই সাংসদের মধ্যে দ্বৈরথ শুরু হয়। মধ্যেখানে হস্তক্ষেপ করতে হয়েছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরেও দ্বন্দ্ব অব্যাহত।
তৃণমূলে দ্বন্দ্ব
সম্প্রতি মহুয়া মৈত্র একটি সর্বভারতীয় সংবাদ চ্যানেলের একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন। সেখানেই উঠেছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে। তাতেই রীতিমত কড়া প্রতিক্রিয়া জানালেন নিজের সতীর্থ সম্পর্কে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। কিন্তু এখনও পর্যন্ত এই নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কোনও মন্তব্য করেনি।
কী বলেছেন মহুয়া?
সঞ্চালিকা মহুয়াকে প্রশ্ন করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। সেখানেই মহুয়া সরাসরি বলে দেন, 'শুয়োরদের সঙ্গে আমি কুস্তি করতে পারবে না।' তবে এখানেই শেষ নয়, শ্রীরামপুরের সাংসদের উদ্দেশ্যে মহুয়া রীতিমত কড়া বাক্যই ব্যবহার করেন। তিনি বলেন, কল্যাণকে নারী বিদ্বেষী বলেও আক্রমণ করেন। তিনি কল্যাণকে যৌন অসুখী বলেও টার্গেট করেন।
সোমবার তৃণমূলের বৈঠক
রবিবার মহুয়া মৈত্রের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু সোমবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেোপাধ্যায়ের ডাকে সাংসদদের ভার্চুয়াল বৈঠক রয়েছে। তাই এই মন্তব্যকে কেন্দ্র করে সোমবারের বৈঠক উত্তাল হতে পারে বলেও মনে করছেন অনেকে।
কল্যাণের প্রতিক্রিয়া
মহুয়া মৈত্রের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছুই বললেননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে তিনি দলের শীর্ষ নেতৃত্বকে পুরো বিষয়টা জানিয়েছেন। দল পরবর্তীতে কী পদক্ষেপ করে তারই প্রতিক্ষায় রয়েছেন বলেও ঘনিষ্ট মহলে জানিয়েছেন কল্যাণ।
মমতাতে আস্থা মহুয়ার
কল্যাণ সম্পর্কে মন্তব্য করলেও মহুয়া এদিন জনিয়েছে তিনি আস্থা রেখেছেন দলনেত্রী মমতার ওপর। তিনি বলেছেন, এজাতীয় সহকর্মীদের নিয়ে মমতা নিজেও দীর্ঘ দিন ধরে চলছেন। তাই সময় এলে তৃণমূল সুপ্রিমো ব্যবস্থা নেবেন বলেও আশাবাদী তিনি। যদিও গতবার কল্যাণের সঙ্গে সমস্যার সময় দল প্রকাশ্যে কিছু জানায়নি। সেই সময় তৃণমূলেরই এক সাংসদ সমস্যার সমাধান করেছিলেন।

