সংক্ষিপ্ত

ডায়মন্ডহারবারে মমতা বলেন, ২০১১ সালের সরকার গঠনের পর থেকেই সিপিএমের বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক রাজনীতি করেননি। বিজেপি কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে তারপরেই তিনি তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি।

 

চোপড়ার ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনওভাবেই যুক্ত নয়, ডায়মন্ড হারবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভাঙড়ের ঘটনার নাম না করে আইএসএফ নেতা আব্বাস সিদ্দিকিকেই দায়ী করেছেন মমতা। তিনি বলেছেন, যে নতুন জিতেছে সেই ভাঙড়ের ঘটনা ঘটিয়েছ। মমতা বলেন উত্তর প্রদেশ আর ত্রিপুরারে পঞ্চায়েত নির্বাচনে বিরোধীদের প্রতিদ্বন্দ্বীতা করতে দেওয়া হয় না। কিন্তু এই রাজ্যে এখনও পর্যন্ত লক্ষাধিক মনোনয়ন দাখিল হয়েছে। নাম না করে এদিন মমতা সিপিএমকেও আক্রমণ করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০১১ সালের সরকার গঠনের পর থেকেই সিপিএমের বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক রাজনীতি করেননি। বিজেপি কেন্দ্রের টাকা বন্ধ করে দিয়েছে তারপরেই তিনি তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি। বিরোধীদের ভাষা সংযত করতে বলেন। তিনি আরও বলেন একতরফাভাবে কিছু হবে না। মানুষ প্রতিবাদ করবে বলেও বিরোধীদের ঘুরিয়ে হুমকি দেন মমতা।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি চান তৃণমূল কংগ্রেসকে তিনি জনগণের পার্টি হিসেবে দেখতে চান। মমতা বলেন, রাজ্যে ৭৩-৭৪ হাজার বুথ। সেখানে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রই ঘরোয়া বিষয়। পঞ্চায়েতে একই বাড়ি থেকে অনেকেই দাঁড়ায় তাই তাদের নিজেদের মধ্যেই এজাতীয় সমস্যা তৈরি হয়। চোপড়ার ঘটনার ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও যোগাযোগ নেই বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, তাঁর দলকে আশান্তি থেকে দূরে থাকার জন্য কড়া নির্দেশ দেওয়া রয়েছে। মমতা এদিন জোর দিয়ে বলেন তৃণমূল এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। তিনি আরও বলেন, ইসলামপুর আর চোপড়ায় যারা ঘটনা ঘটিয়েছে তাদের দল টিকিট দেয়নি। যারা মানুষের কাজ করেনি তাদের তাদের টিকিট দেওয়া হয়নি। পুলিশকে কড়া পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েন বলেও জানিয়েছেন।

তবে ভাঙড়ের ঘটনার জন্য নাম না করে নওশাদ সিদ্দিকিকে কাঠগড়ায় দাঁড় করান বলেন যে নতুন জিতেছে সেই ভাঙড়ের ঘটনা ঘটিয়েছে। সেই সেখানে গাড়িতে ভাঙচুর করেছে। তিনি আরও বলেন, যে জিতেছে সেই মুসলিমদের একজায়গায় জড়ো হতে বলেছিলেন। কিন্তু সেই ব্যক্তি বিপথে পরিচালিত করে ভুলপথে চালিত করেছিল। সে সাম্প্রদায়িক স্লোগানও দিয়েছিল। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল রুখে দাঁড়িয়েছে বলেও জানিয়েছেন। তিনি আরও বলেন, পুলিশকে ক়ড়া পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

মমতা এদিন বলেন, কেন্দ্র থেকে ১৫০টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে। কিন্তু রেসলারদের হেনস্থা করার পরেও অভিযুক্তের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না।

আরও পড়ুনঃ

কে নওশাদ সিদ্দিকি? যার দাপটে কাঁপছে ভাঙড়, জানুন ISF নেতার সম্পত্তির পরিমাণ

মনোনয়নের শেষ দিনেও ভোট -সন্ত্রাসের মুক্তাঞ্চল ভাঙড়, গুলি-বোমায় নিহত দুই ISF ও TMC কর্মী

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশে প্রবল হিংসা, চোপড়ায় নিহত ১, কলকাতা হাইকোর্টে বামেরা