সংক্ষিপ্ত

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে রীতিমতো আক্রান্ত হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। 

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে পতাকা তুলতে গিয়ে রীতিমতো আক্রান্ত হলেন ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম। প্রাক্তন এই তৃণমূল বিধায়কের গাড়িতে ছোড়া হল পাথর।

এমনকি, ফেরার পথে হামলার মুখে পড়ে তাঁর গাড়ির একাংশ ভেঙেও গেল। বছরের প্রথমদিনেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট উত্তেজনা তৈরি হল দক্ষিণ ২৪ পরগনার পোলেরহাট থানা এলাকায়।

এমনকি, পরিস্থিতি সামাল দিতে ছুটে যেতে হল পুলিশকেও। পুরো ঘটনার জন্য তৃণমূল নেতাকেই দায়ী করলেন এলাকার তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর অভিযোগ, পতাকা উত্তোলনের পরে দ্বিতীয়বার ওই কাজ করতে গেছিলেন আরাবুল।

জানা যাচ্ছে, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালেই ভাঙড় এলাকায় একটি জায়গায় পতাকা উত্তোলন করতে যাচ্ছিলেন তৃণমূলের তাজা নেতা আরাবুল। কিন্তু দলীয় পতাকা উত্তোলন নিয়ে তৃণমূলের দুই পক্ষের মধ্যে হটাৎই অশান্তির সূত্রপাত বলে জানা গেছে।

বিবাদে জড়িয়ে পড়েন আরাবুলের অনুগামীরা এবং ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল পর্যবেক্ষক শওকত মোল্লার অনুগামীরা। আরাবুলের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগও করেন শওকতের লোকজন। আর সেই রোষ গিয়ে পড়ে আরাবুলের গাড়িতে। কয়েকজন তো আরাবুলের গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়েন বলেও অভিযোগ।

কার্যত, গাড়ির পিছনের কাচ ভেঙে যায়। এদিকে এই ঘটনার পর, রাস্তা আটকে দুই পক্ষ রীতিমতো মারামারি শুরু করে দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। বেশ কিছুক্ষণ পর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আরাবুল অবশ্য বিরক্তির সুরে বলেন, “আজ দলের প্রতিষ্ঠা দিবস। এইসব নিয়ে আমি কিচ্ছু বলব না। যে যা পারে করুক।”

এই কথা বলে যখন আরাবুল হাঁটতে হাঁটতে তাঁর গাড়ির দিকে সোজা এগিয়ে যান। তবে সেই সময়েও একদল তৃণমূল কর্মী বিক্ষোভ দেখাতে থাকেন তাঁকে ঘিরে। এরপর সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরে পুলিশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।