TMC News: পহেলগামের ঘটনায় উত্তাল গোটা দেশ। একসঙ্গে ২৬ জন পর্যটকের মৃত্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সরব দেশ। আর সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার প্রতিবাদে সোচ্  

অশোকনগর: পহেলগামের ঘটনায় উত্তাল গোটা দেশ। একসঙ্গে ২৬ জন পর্যটকের মৃত্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সরব দেশ। আর সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার প্রতিবাদে সোচ্চার হওয়ায় এবার জুটল ধর্ষনের হুমকি। তাও আবার রাজ্যের শাসক দলের এক নেতার বিরুদ্ধে। গোটা ঘটনায় শুরু হয়েছে ব্যাপক শোরগোল।

ঠিক কী অভিযোগ উঠেছে? জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরের ঘটনার প্রতিবাদ করেছিলেন উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা এক তরুণী। তারপরই তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যের তরফে ধর্ষণের হুমকি পান ওই যুবতী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই যুবতীর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে কাশ্মীরের ঘটনা নিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁকে। অনেকেই তার প্রতিবাদে সমর্থন জানালেও দুজনের বিরুদ্ধে রীতিমত গালিগালাজের অভিযোগ তুলেছেন ওই যুবতী।

ওই যুবতী জানিয়েছেন, কাশ্মীরের ঘটান নিয়ে প্রতিবাদের ভিডিয়োতে তাঁকে যারা সমর্থন জানিয়েছেন, তাঁদেরকেও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। এমনকি মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ওই তরুণী। তার আরও অভিযোগ, মেসেঞ্জারে কল করে তাকে ধর্ষনের হুমকি দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, যারা এই কাজ করেছেন তাদের মধ্যে একজন BSF-এ চাকরি করেন। অন্যজন তৃণমূলের ছাত্র পরিষদের নেতা। তিনি আরও বলেন, কাশ্মীরে কী ঘটেছে সেটা পরের কথা। তিনি এখন নিজের বাড়িতেই সুরক্ষিত বোধ করছেন না।

শুধু তাই নয়, ওই যুবতীর আরও অভিযোগ, তাকে ফোন করে ওই ভিডিয়ো মুছে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে। এমনকি বৃহস্পতিবার রাতে তার বাড়িতে সাত-আটজন পুলিশ অফিসার এসে তাকে দিয়ে জোর করিয়ে ওই ভিডিয়ো মুছিয়েছেন। তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন ওই যুবতী।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক তীব্রভাবে অবনতি হয়েছে। উভয় দেশই একের পর এক প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে, যা কার্যকরভাবে দ্বিপাক্ষিক সম্পর্ককে স্থবির করে দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নিতে সোচ্চার দেশের সর্বস্তরের মানুষ। তার মধ্যেই এই ধরনের ঘটনায় রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।