সংক্ষিপ্ত
শনিবার জামিন মেলার পরই মাথা কামিয়ে মমতা সরকারের উচ্ছ্বেদ না হওয়া পর্যন্ত মাথায় চুল না রাখার শপথ নিয়েছেন কৌস্তভ বাগচী।
আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীর গ্রেফতারি ঘিরে শনিবার দিনভর উত্তাল ছিল রাজ্য রাজনীতি। সকালে গ্রেফতারির পর বিকেলে জামিন। মুক্তির পরই আবার মাথা কামিয়ে মমতা সরকারকে উচ্ছ্বেদের শপথও নিলেন আইনজীবী কৌস্তভ বাগচী। কৌস্তভের এই শপথ ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গ্রেফতারির পর থেকেই কৌস্তভের পাশে দাঁড়িয়েছিল বাম-কংগ্রেস জোট, এমনকী বিজেপি নেতৃত্বও। জামিনের পর কৌস্তভের শপথ নিয়েও তাঁর প্রশংসা করেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তবে এবার কৌস্তভের মন্তব্য নিয়ে খোঁচা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র।
শনিবার জামিন মেলার পরই মাথা কামিয়ে মমতা সরকারের উচ্ছ্বেদ না হওয়া পর্যন্ত মাথায় চুল না রাখার শপথ নিয়েছেন কৌস্তভ বাগচী। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন মদন মিত্র। তিনি বললেন,'যতবার মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুমুখে পড়েছেন, ততবার বোধ হয় কৌস্তভ হোঁচটও খাননি। নেড়া হলে যেটা সমস্যা তা হল নেড়া বেলতলায় একবারই যায়। আর নেড়া রাস্তা দিয়ে গেলে যখন তখন উপর থেকে কাক-পায়রার সবকিছু মাথায় পড়ে।' সৌমিত্র খাঁ-এর প্রসঙ্গ টেনেও তিনি বললেন,'সৌমিত্র খাঁও বলেছিলেন যে যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন আমি নেড়া....। এখন ফুরফুর করে চুল উঠছে। আমার মনে হয় নেড়া হলে একটা হবে আপনার সেলুনের খরচা বাড়বে।' তিনি আরও বলেন,'এটুকু আপনাকে বলি যে অনন্ত ৩০ বছরের প্রোগ্রাম রাখুন। যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকেন, তাহলে অন্তন্ত ৩০ বছর নেড়া হতে হবে।'
রবিবার সকালে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর শহরে প্রাতভ্রমণে বেরিয়ে বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে চা-চক্রে বসেন। কৌস্তভ বাগচীর মাথা ন্যাড়া করে শপথ নেওয়ার ঘটনাকে সমর্থন করেন দিলীপ ঘোষ। এদিন চা-চক্রে দিলীপ বললেন,'একটা ছেলে তো কংগ্রেসের কমপক্ষে শপথ নিয়েছে। তৃণমূলকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য। বাকি কংগ্রেস পার্টির তো সেরকম কিছু দেখাই যায় না। বরং দরকার হলে বিধানসভায় তারা উলটে মমতার পাশে দাঁড়ান। কমপক্ষে যুব সমাজের মধ্যে একটা জেদ এসেছে বাংলাকে বাঁচানোর জন্য হটাবার এদের দরকার আছে।'
গতকাল আদালত থেকে বেরিয়েই মস্তক মুণ্ডন করলেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। জামিনে মুক্তি পাওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করার শপথ নিলেন কৌস্তভ বাগচী। শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ব্যাঙ্কশাল আদালতে কৌস্তভ বাগচীর জামিন মঞ্জুর হয়। আদালত থেকে বেড়িয়েই আইনজীবীর হুঙ্কার,'মমতার রাতের ঘুম কেড়ে নেব।' যেমন বলা তেমনি কাজ। আদালত থেকে বেরিয়েই মস্তক মুণ্ডন করলেন তিনি। মমতার সরকারকে উৎখাত না করা পর্যন্ত মাথায় চুল রাখবেন না বলে শপথ নিলেন কৌস্তুভ বাগচী। তাঁর কথায়,'যত দিন না মমতা সরকারকে উৎখাত করছি, ততদিন মাথার চুল রাখব না।' পাশাপাশি তিনি এও জানান যে যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কাছে ক্ষমা চান, তবে তিনিও মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইবেন।
আরও পড়ুন -
'মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নেওয়ার ওষুধ আসছে', জামিন পাওয়ার পরের দিনই হুঙ্কার কৌস্তভ বাগচীর
'কমপক্ষে একটা ছেলে তো শপথ নিয়েছে', চা-চক্রে কৌস্তভ বাগচীর প্রশংসা দিলীপ ঘোষের মুখে
'মমতার রাতের ঘুম কেড়ে নেব', জেল থেকে বেড়িয়েই হুঙ্কার কৌস্তব বাগচীর