- Home
- West Bengal
- West Bengal News
- ফোন ছুঁড়়ে ফেলে দিয়ে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা তৃণমূল বিধায়কের, জীবনকৃষ্ণ সাহাকে জেরা
ফোন ছুঁড়়ে ফেলে দিয়ে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা তৃণমূল বিধায়কের, জীবনকৃষ্ণ সাহাকে জেরা
আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল মুর্শিদাবাদে। এবারও মুর্শিদাবাদের বড়েঞায়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইডিকে দেখেই ছুট লাগালেন

ঘটনার পুনরাবৃত্তি
আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল মুর্শিদাবাদে। এবারও মুর্শিদাবাদের বড়েঞায়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক ইডিকে দেখেই ছুট লাগালেন। ছুঁড়ে ফেলে দিলেন নিজের দামি মুঠোফোন বা মোবাইল ফোটটি। তারপরই কী হল? এদিন সকাল থেকেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। বাড়ি ঘিরে রেখে দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
নজরে জীবনকৃষ্ণ সাহা
কেন্দ্রীয় সংস্থা ইডি, এসএসসি- নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করতে কলকাতা , মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক একালায় তল্লাশি চালায়। সেই তালিকায় ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও তাঁর পিসি বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহা। তাঁর প্রাসাদপম বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। বাড়ি ঘিরে রেখে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা।
ফোন-কাণ্ড
ইডি সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার মুর্শিদাবাদের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি। সেই সময় বাড়ি ছেড়ে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ সাহা। সেই সময় তিনি নিজের মোবাইল ফোনটি বাড়ির পিছনে একটি ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেন। পরে অবশ্য সেই ফোন উদ্ধার করেন আধিকারিকরা। ইডি সূত্রের খবর তাঁকে নিয়োগ দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদ
ইডি সূত্রের খবর গত ৯০ দিনের কল লিস্ট ধরে তৃণমূল কংগ্রেসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইডির ৫ জন আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। ইডি সূত্রের খবর তারা প্রথমে বুঝতেই পারেনি যে বিধায়ক মোবাইল ফোন ফেলে দিয়েছে। পরে যখন বুঝতে পারে তখব বাড়ি লাগোয়া ঝোপের মধ্যে একটি পরিত্যক্ত নর্দমা থেকে উদ্ধার করে ফোনটি। মোবাইল কী অবস্থায় রয়েছে, মোবাইলে কী কী তথ্য রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে।
পিসির বাড়িতে তল্লাশি
জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার সাঁইথিয়ার বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। মায়া তৃণমূলের কাউন্সিলর। তাঁর বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। একই সঙ্গে এক ব্যাঙ্ক কর্মীর বাড়িতেও তল্লাশি চালান হচ্ছে।

