- Home
- West Bengal
- West Bengal News
- Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে ২০০০ টাকা? তৃণমূল প্রধানের ঘোষণায় জোর জল্পন
Lakshmi Bhandar Scheme: লক্ষ্মীর ভাণ্ডারে এবার থেকে ২০০০ টাকা? তৃণমূল প্রধানের ঘোষণায় জোর জল্পন
- FB
- TW
- Linkdin
লক্ষ্মীর ভাণ্ডার
রাজ্য সরকরের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। পিছেয় পড়া মহিলারা পান ১২০০।
প্রকল্পের টাকা বাড়ার কথা
রাজ্য রাজনীতিতে গুঞ্জন এই প্রকল্পে টাকা আগমী দিনে বাড়়ান হবে। সাধারণ মহিলারা ১০০০এর পরিবর্তে দেড় হাজার টাকা করে পাবেন। কিন্তু রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেননি।
তৃণমূলের বিজয় সম্মিলনী
পুজো শেষ। কালীপুজো শেষ। জনসংযোগ বাড়াতে অন্যান্যবারের মত এবারও তৃণমূল কংগ্রেস বিজয় সম্মিলনী আয়োজন করেছে। সেখানেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা তৃণমূল নেতার।
টাকা বাড়ার কথা ঘোষণা
শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে সাউৎখণ্ড পঞ্চায়েতের প্রধান বিজনবন্ধু বাগ বলেন ২০২৬ সালের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা বেড়ে ২ হাজার টাকা হবে। এখানেই শেষ নয়।
পরবর্তী বার্তা
তৃণমূল নেতা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে ঘোষণা করেই খান্ত হননি। তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রী যদি লক্ষ্মী ভাণ্ডারের টকা ২ হাজার না করেন তাহলে আমরা গ্রাম পঞ্চায়েতে লক্ষ্মী ভাণ্ডারে ২ হাজার টাকা আমিই দেব।'
আরজিকর কাণ্ড
তৃণমূল কংগ্রেস নেতা বিজনবন্ধু বাগ বলেন,'আরজি কর কাণ্ডে আমরাও সুবিচার চাইছি। আমাদের নেত্রী মানুষের এই আন্দোলনকে সম্মান করেছেন। মহিলাদের সামনে রেখে কিছু রাজনৈতিক দল আমাদের দলের বিরুদ্ধে কুৎসা করছেন। ছাব্বিশের বিধানসভায় লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে দুহাজার টাকা হবে'
টাকা বিতর্ক
সাধারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তৃণমূলের প্রকল্প নয়। সরকারি প্রকল্প। তাই অনুষ্ঠান মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেতার ঘোষণায় বিতর্ক তৈরি হয়েছে।
মঞ্চের তৃণমূল নেতারা
প্রধান যখন ভাতার টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করছিলেন সেই সময় মঞ্চে ছিলেন কাঁথি সাংগঠনিক তৃণমূলের জেলা সভাপতি পীযূষ পন্ডা, জেলা সভাধিপতি উত্তম বারিক তৃণমূলের একাধিক নেতা। তাই এই নিয়ে বিতর্ক জোরদার হচ্ছে।
৩ বছরের প্রকল্প
৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই প্রকল্প তৃণমূলের ভোটব্যাংকেও বড়সড় সুবিধা করে দেয় বলে মত বিশেষজ্ঞমহলের। শোনা যাচ্ছে, আগামী দিনে এই প্রকল্পের টাকা বেড়ে ১৫০০ পর্যন্ত হতে পারে। আগেই এই বিষয়ে ইঙ্গিত মিলেছিল।
অনুমান
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে রাজ্যের মানুষের মধ্যে আগ্রহ বাড়ছে। পাশপাশি চাহিদাও বাড়ছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। যদিও নবান্ন এই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছুই জানায়নি।