সংক্ষিপ্ত
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘মোদীবাবু একটু খেয়ে দেখুন না স্বাদটা কেমন! একটু খাবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি’।
ভোটের আবহে সবথেকে বিনোদনের জিনিস হয়ে দাঁড়িয়েছে নেতা নেত্রীদের বিতর্কিত মন্তব্য। মানুষ এখন মজা পাচ্ছেন এই ধরণের বক্তব্যে। একের পর এক স্টেটমেন্ট দিয়ে চলেছেন তাঁরা, আর সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসছেন। এবার সেরকমই মজার মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মজার ছলে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি তিনি।
কী বললেন মমতা?
কখনও তৃণমূলকে নিশানা করছে বিজেপি। কখনও আবার গেরুয়া শিবিরকে ফালাফালা আক্রমণ করছে তৃণমূল। নির্বাচনী প্রচারে একাধিকবার বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। বহুবার তাঁর মুখে শোনা গিয়েছে, মানুষ কী পরবে, কী খাবে সেটাও মোদী সরকার ঠিক করে দিতে চাইছে। বিজেপি মাছ খাওয়া বন্ধ করে দিতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার ফের একবার মমতার মুখে শোনা গেল একথা। সেই সঙ্গেই প্রধানমন্ত্রীকে মাছ খাওয়ার জন্য আমন্ত্রণও জানালেন তিনি।
ভোট প্রচারে বেরিয়ে মোদীকে মাছ খাওয়ার আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রী বলেন, এদেশের কেউ বিরিয়ানি খেতে ভালোবাসে, কেউ আবার পটল চিংড়ি ভালোবাসে। কারোর পছন্দ ঝিঙে চিংড়ি, তো কেউ আবার চিংড়ি মালাইকারি বলতে অজ্ঞান! খাবারের ওপর নিষেধাজ্ঞা সম্পর্কে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করেন মমতা।
তৃণমূল সুপ্রিমো বলেন, ‘এখন আবার বলে বেড়াচ্ছেন মাছ খাবেন না। মাছ কেন খান? মাংস খাবেন না, ডিম খাবেন না। তাহলে কি ব্যাঙের ছাতা খাবে? তাহলে সেটা জোগাড় করে দিতে বলুন’। মমতা বলেন, ‘যার যা ইচ্ছা হয় সে সেটা খাবে। যে নিরামিষ ভালোবাসে, সে নিরামিষ খাবে। যে আমিষ ভালোবাসে, সে আমিষ খাবে। এটা আমাদের সবার দেশ’।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মমতা বলেন, ‘মোদীবাবু একটু খেয়ে দেখুন না স্বাদটা কেমন! একটু খাবেন? তৈরি করে দেব? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না। নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করে এসেছি, আমি রান্না জানি’।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।