- Home
- West Bengal
- West Bengal News
- দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, দুর্যোগের পূর্বাভাস কলকাতাতেও
দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস, হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, দুর্যোগের পূর্বাভাস কলকাতাতেও
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টি শুরু। বুধবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি। বৃহস্পতি ও শুক্রবারও বৃষ্টি চলবে।

নিম্নচাপের জেরে ফের বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে। গতকাল থেকেই চলছে বৃষ্টি। তার আগে ২ দিন আবহাওয়ার পরিবর্তন হলেও ফের শুরু হয়েছে বৃষ্টি। আজও ভাসবে দক্ষিণবঙ্গ। একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
বুধবারে অধিক বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। এই সব জেলার একটি বা দুটি অংশে হবে ভারী বৃষ্টি। সেই সব জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘন্টা ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ ভাসবে কলকাতাও। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি।
আজ বুধবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে। ওই তিনটিজেলায় হলুদ সতর্কতা জারি আছে। বাকি পাঁচ জেলাতে ভারী বৃষ্টি না হলেও অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ সব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। হতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।
বৃহস্পতিবারও চলবে বৃষ্টি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় হবে বৃষ্টি। বাকি জেলাগুলোতেও হবে কম-বেশি বৃষ্টি।
শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে। সব মিলিয়ে এখনই রেহাই নেই বৃষ্টি থেকে।

