সংক্ষিপ্ত
রেল লাইন পারাপার করছিলেন ২ জন মানুষ। আচমকা ট্রেন এসে যাওয়াটা লক্ষ্য করতে পারেননি তাঁরা কেউই।
শিয়ালদা শাখায় আবার রেল লাইনের ওপর মানুষের অসচেতনতার ছবি। এই অসচেতনতার জেরে মুহূর্তের মধ্যে প্রাণ চলে গেল অসাবধান ব্যক্তিদের। শনিবার রাতে খড়দহ স্টেশনে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা দেখে স্তম্ভিত হয়ে গিয়েছেন স্টেশন চত্বরে উপস্থিত জনতা।
এদিন রাতে খড়দহ দিয়ে যাচ্ছিল শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী একটি গ্যালোপিং লোকাল ট্রেন। সেই সময়েই রেল লাইন পারাপার করছিলেন ২ জন মানুষ। আচমকা ট্রেন এসে যাওয়াটা লক্ষ্য করতে পারেননি তাঁরা কেউই। ফলে, ধাক্কা লেগে তৎক্ষণাৎ মৃত্যু হল দুই ব্যক্তির। এই মর্মান্তিক ঘটনাটিকে কেন্দ্র করে রাতের খড়দহ স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তিদের ঘিরে প্রচুর মানুষের জমায়েত হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে রেল লাইনের ওপরেই পড়ে ছিল মৃতদেহ দুটি। এরপর রেল পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে গেলে স্টেশন চত্বরের জমায়েত সরে যায়।
এই মৃত্যু নিয়ে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে যে, লাইন পারাপার করার সময় অসাবধানতা থাকার কারণেই শনিবার এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। রবিবার পর্যন্ত মৃত ব্যক্তিদের কারুর নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি। ফাঁকা রেল লাইন পারাপার না করার জন্য বহু বার সাধারণ মানুষকে সতর্ক করেছে রেল। রেল লাইনের ওপারে যাওয়ার জন্য লাইন ধরে না গিয়ে ফুট ব্রিজ ব্যবহার করার অনুরোধ জানানো হয়। এই সমস্ত সতর্কতামূলক প্রচার সত্ত্বেও মানুষ যে হুঁশ হারিয়ে বারবার বেপরোয়া পদক্ষেপই গ্রহণ করে থাকেন, তা আরও একবার প্রমাণ করে দিল শনিবার রাতের খড়দহ স্টেশনের এই ভয়াবহ দুর্ঘটনা।
আরও পড়ুন-
তোমাকে পাগলের মতো ভালোবাসি বেবি গার্ল: জ্যাকলিন ফার্নান্ডেজকে কী ‘সুপার সারপ্রাইজ’ দেবেন সুকেশ চন্দ্রশেখর?
Karnataka Chief Minister: কে হবেন কর্ণাটকে কংগ্রেসের মুখ্যমন্ত্রী? রবিবারেই চূড়ান্ত ঘোষণা