সংক্ষিপ্ত
Belgachhia bhagar update:ধসে বিপন্ন হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের (Belgachhia bhagar) বিস্তীর্ণ এলাকা। স্থানীয় প্রায় ৯৫টি পরিবারের জন্য বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim)।
Belgachhia bhagar update: ধসে বিপন্ন হাওড়ার বেলগাছিয়ায় ভাগাড়ের (Belgachhia bhagar) বিস্তীর্ণ এলাকা। স্থানীয় প্রায় ৯৫টি পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে সেখানে বাস করছেন। এই পস্থিতিতে বেলগাছিয়ার ভাগাড়ের বাসিন্দাদের জন্য বড় ঘোষণা করলেন পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম ( Firhad Hakim)। তিনি বলেছেন, ৯৫টি পরিবারকে বাংলার বাড়ি বানিয়ে দেওয়া হবে। এছাড়াও হাওড়ার বড় নিকাশি নালা ও রাস্তা তৈরির দায়িত্ব নিয়েছে কেএমডিএ। এই বিষয় নিয়ে নিউটাউনে কেএমডিএ-র আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন তিনি। তারপরই এই ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম।
মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেছেন, '৯৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাংলার বাড়ির ঘর বানিয়ে দেওয়া হবে। এক-দেড় বছর সময় লাগবে।' তিনি আরও জানিয়েছেন, হাওড়ায় বড় নিকাশি নালা, রাস্তা তৈরি করবে কেএমডিএ। ছোট ছোট কাজ ও রক্ষণাবেক্ষণ করবে হাওড়া পুরসভা। কলকাতার মেয়র আরও জানিয়েছেন, পানিহাটির মতই হাওড়ায় কাজ করবে কলকাতা পুরসভা। ভাগাড় নিয়ে সিদ্ধান্ত নেবে কলকাতা পুরসভা। তিনি আরও বলেন, ভাগাড়ের মাটি পরীক্ষা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তিনি বলেন , সেই রিপোর্ট আসার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া ও পদক্ষেপ করা হবে।
হাওড়া পুরসভার ভোট দীর্ঘ দিন হয়নি। বিভিন্ন জটিলতার কারণে ভোট হচ্ছে না। পর্যবেক্ষক ও সরকারি আধিকারিকরাই কাজ চালাচ্ছেন। কিন্তু এরই বেলগাছিয়া ভাগাড়ে বড় ধস নামে। ফেটে যায় জল সরবরাহের বড় পাইপ লাইন। সেই পাইপ লাইন সারাতে নিয়ে নতুন করে বিপত্তি তৈরি হয়। রাস্তা ও বাড়ি একাধিক ফাটল দেখা দেয়। বস্তি এলাকায় জবরদখল করে যে বাড়িগুলি তৈরি হয়েছিল সেগুলিতে ফাটল দেখা দেয়। পাশাপাশি রাস্তাতেও ফাটল দেখা দেয়। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়া বিদ্যুৎ যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। চরম অব্যবস্থার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে বাস করতে হচ্ছে ৯৫টি পরিবারকে। এবার তাদেরই পাশে দাঁড়াতে উদ্যোগ নিচ্ছে নবান্ন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।