সংক্ষিপ্ত
মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। বর্তমান মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেই শোভনের প্রসংশা করলেন মমতা।
৩০ ডিসেম্বর হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি এইদিন জোকা-তারাতলা মেট্রোরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসে ফের একবার মামতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রসংশা। রাজনীতিতে এখনও সক্রিয় নন শোভন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখনও সমান প্রাসঙ্গিক 'কানন'। প্রায় এক দশকের অপেক্ষার পর চালু হল এই জোকা-তারাতলা মেট্রো। এই প্রকল্পের শিলাবিন্যাস হয়েছিল ২০১০ সালে। এতদিন পরেও মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী। বর্তমান মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গেই শোভনের প্রসংশা করলেন মমতা।
শুক্রবার বাংলায় একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এইদিনই উদ্বোধন হয় ২০১০ সালে শিলাবিন্যাস হওয়া প্রকল্প জোকা-তারাতলা মেট্রোরও। এই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে এসেই শহরের প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় মমতার গলায়। তিনি বলেন,'আমার স্বপ্নের প্রকল্প আজ প্রাণ পেল। আমি রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের শিলাবিন্যাস করেছিলাম। আজ আমার খুন আনন্দের দিন। এই প্রকল্পের জন্য জোকা, তারাতলা-সহ সমস্ত মেট্রো স্টেশনগুলির জন্য জমি সংগ্রহ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়। আজকের দিনে তাঁকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই বর্তমান মেয়র ফিরহাদ হাকিমকেও।'
অন্যদিকে ফের কেন্দ্রীয় সরকারের অনুষ্ঠানে এসে অস্বস্তিকর পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 'বন্দে ভারত' এক্সপ্রেসের উদ্বোধনে হাওড়া স্টেশনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্ল্যাটফর্মে পৌঁছনোর পরই দর্শকদের একাংশের বিরুদ্ধ্বে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় পদ্ম শিবির। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো নিজে স্লোগান থামানোর চেষ্টা করেন। অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে সচেষ্ট হল অন্যান্য রেল আধিকারিকরাও। কিন্তু ঘটনাকে যে মোটেই ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী তা তিনি স্পষ্টই বুঝিয়ে দেন।
স্লোগান কাণ্ডের পর বন্দে ভারতের উদ্বোধনের মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের পাশেই একটি চেয়ারে বসে থাকতে দেখা যায় তাঁকে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো নিজে হাতজোড় করে মুখ্যমন্ত্রীকে মঞ্চে ওঠার জন্য আবেদন করেন। কিন্তু কিছুতেই মঞ্চে উঠতে রাজি হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। অবশেষে রাজ্যপাল সিভি আনন্দ বোসের অনুরোধে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। তবে মঞ্চে উঠে নয় মঞ্চের পাশে দাঁড়িয়েই বক্তব্য রাখেন মমতা বন্দ্যোঅয়াধ্যায়।
আরও পড়ুন -
'অনুগ্রহ করে আপনি বিশ্রাম নিন', হাওড়া স্টেশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদীকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়