- Home
- West Bengal
- West Bengal News
- ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রইল বিকল্প পথের হদিশ
ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা, টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রইল বিকল্প পথের হদিশ
১৬ অক্টোবর, রবিবার, ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুর কেবল ও বিয়ারিং প্রতিস্থাপনের কাজের জন্য ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সমস্ত যান চলাচল বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। এই কারণে যাত্রীদের ভোগান্তি এড়াতে বিকল্প পথের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিয়ে পর পর তিনতে রবিবার। আগামী রবিবার অর্থাৎ ১৬ নভেম্বর ফের বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবংবিয়ারিং প্রতিস্থাপন ও সংস্কারের কাজ চলবে। আর সেই কারণেই বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। এমনই জানিয়েছে কলকাতা পুলিশ।
সদ্য কলকাতা পুলিশের নগরপালের তরফে একটি বিজ্ঞপ্তি জারি হল বিজ্ঞপ্তি। সেখানে উল্লেখ করা হয়েছে আগামী ১৬ অক্টোবর ভোরা ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে সেতু। নির্দিষ্ট সময় বন্ধ থাকবে সমস্ত যান চলাচল।
এই কারণে ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। এই দিন সকল গাড়ি ঘুরপথে যাবে। প্রতিদিন এই পথে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে। এবার সকলকে পড়তে চলেছেন ভোগান্তিতে।
এই দিন সিজিআর রোড দিয়ে খিদিরপুরের দিক থেকে আসা পূর্বমুখী যানবাহনগুলোকে হেস্টিংস ক্রসিং থেকে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্যান্ড রোড- হাওয়া ব্রিজের পথে যেতে হবে। জেএন আইল্যান্ডের দিক থেকে আশা গাড়ি ১১ ফারলং গেট দিয়ে হেস্টিংস ক্রসিং-এ উঠবে।
জানা গিয়েছে, ব্রিজে চলছে গুরুত্বপূ্ণ কাজ। ২০২৬ সালের ৩১ মে-র মধ্যে সব কাজ সম্পন্ন হবে। সে কারণে প্রায় প্রতি সপ্তাহেই হচ্ছে কাজ। আগেও পর পর দুই সপ্তাহ বন্ধ ছিল ব্রিজ। ফের এই সপ্তাহে হন্ধ থাকবে ব্রিজ। ফলে হতে পারে ভোগান্তি। তাই ভোগান্তি এড়াতে বেছে নিন বিকল্প পথ।

