সংক্ষিপ্ত

মঙ্গলবারই শান্তিনিকেতন সফরে যাবেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এর আগেই ফের অধ্যাপক সংগঠন বনাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিতর্ক।

রাষ্ট্রপতির সফরের আগেই ফের বিশ্বভারতী বনাম অধ্যাপক সংঘর্ষ। বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপককে শোকজ নোটিস ধরালো বিশ্বভারতী। উল্লেখ্য মঙ্গলবারই শান্তিনিকেতন সফরে যাবেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। এর আগেই ফের অধ্যাপক সংগঠন বনাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিতর্ক। বিশ্বভারতীর তিন অধ্যাপককে শোকজ নোটিস ধরালো বিশ্বভারতী কর্তৃপক্ষ। অমর্ত্য সেনকে কুকথা বলার প্রতিবাদে বিশিষ্টদের চিঠিতে সই করার 'অপরাধে'ই তাঁদের হাতে শোকজ নোটীশ ধরানো হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই শোকজ নোটিস প্রসঙ্গে মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে শোকজ নোটিশ দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য, ওড়িয়া ভাষার অধ্যাপক শরৎকুমার জেনা ও দর্শন বিভাগের অধ্যাপক কৌশিক ভট্টাচার্যকে। জানা যাচ্ছে অমর্ত্য সেনকে কুকথা বলার প্রতিবাদে বিশিষ্টদের চিঠিতে সই করার 'অপরাধে'ই তাঁদের হাতে শোকজ নোটিশ ধরানো হয়েছে। এখন পর্যন্ত এই প্রসঙ্গে ওই তিন অধ্যাপকের প্রতিক্রিয়া না মিললেও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে রাষ্ট্রপতিকে চিঠি দেওয়া হয়েছে।

শান্তিনিকেতনে নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনের জমি নিয়ে সৃষ্টি হওয়া বিতর্ক পৌঁছে গিয়েছে কেন্দ্র-রাজ্য রাজনৈতিক টানাপড়েন অবদি। বেআইনিভাবে তিনি জমি দখল করে রেখেছেন বলে দোষারোপ করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে এবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনজীবীর চিঠি পাঠালেন অমর্ত্য সেন। চিঠিতে জানানো হয়েছে, জমি দখল করে রাখার মতো তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা সম্পূর্ণ 'ভিত্তিহীন'। তাঁর মতো 'নমস্য' ব্যক্তির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এনে তাঁর সম্মানহানি করা হচ্ছে। যে ভাবে তাঁকে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে তা বন্ধ করতে বলেছেন আইনজীবী। জমি বিতর্ক নিয়ে সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে সম্মানহানিকর মন্তব্য করার জন্য সংবাদমাধ্যমেই ক্ষমা চাইতে হবে বলে জানানো হয়েছে এই চিঠিতে।

আরও পড়ুন - 

জমি বিতর্কে এবার কড়া হলেন নোবেলজয়ী অমর্ত্য সেন, বিশ্বভারতী কর্তৃপক্ষকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে মুখ্যমন্ত্রীর নিয়োগের বিলে সই করবেন না রাজ্যপাল, সুকান্ত মজুমদারের সঙ্গে সাক্ষাতের পরই কড়া বার্তা

'বিজেপির অভিযোগ ভিত্তিহীন', নেতাজি ইন্ডোরের আমন্ত্রণ নিয়ে শুভেন্দুকে তোপ কুণালের