- Home
- West Bengal
- West Bengal News
- রাজ্যে গরমের ছুটি নিয়ে নয়া নির্দেশ! কী জানাচ্ছে নবান্ন? জানুন শিক্ষা দপ্তরের নতুন গাইডলাইন
রাজ্যে গরমের ছুটি নিয়ে নয়া নির্দেশ! কী জানাচ্ছে নবান্ন? জানুন শিক্ষা দপ্তরের নতুন গাইডলাইন
রাজ্যে গরমের ছুটি (Summer Holiday) নিয়ে ঘোষণা করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। এই গরমে এখনই স্কুল শুরু হচ্ছে না। হ্যাঁ, রাজ্য জুড়ে চলা প্রচন্ড দাবদাহের মাঝে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। আর কতদিন ছুটি থাকবে স্কুল?

কাঠফাটা গরমে পুড়ছে কলকাতা থেকে জেলা। খুব দরকার না পড়লে বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
এই তীব্র গরমে এখনই স্কুল শুরু হচ্ছে না। হ্যাঁ, রাজ্য জুড়ে চলা প্রচন্ড দাবদাহের মাঝে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার।
এখনই স্কুল খোলার সম্ভাবনা নেই, বরং আরো ৭ দিন গরমের ছুটি থাকবে। এমনটাই ইঙ্গিত মিলেছে প্রশাসনিক মহল থেকে।
কেন এরকম সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য?
প্রাথমিকভাবে রাজ্যের পক্ষ থেকে ৩১ মে পর্যন্ত গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল।
তবে ২ জুন থেকে স্কুল খোলার কথা থাকলেও রাজ্যে যে হারে তাপমাত্রা বাড়ছে, তাতে শিক্ষা দপ্তর এবং নবান্ন ফের ছুটি বাড়ানোর পরিকল্পনা করেছে।
কারণ এই তীব্র গরমে শিশুদের স্কুলে পাঠানো মানেই স্বাস্থ্যের ঝুঁকি।
যদি বর্ষা সময় মতো না আসে, তাহলে রাজ্যের তাপ প্রবাহের হার আরো বাড়বে। তাই রাজ্য সরকার আরও ৭ দিনের জন্য ছুটি বাড়াতে চাইছে।
এক সূত্র মারফত জানা গিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর ইতিমধ্যেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে।
আর স্বাস্থ্য দপ্তরের পরামর্শ নিয়ে আগামী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এমনটাই মনে করছে সবাই।
এখনো কোন অফিসিয়াল বিজ্ঞপ্তি নয়
তবে এই মুহূর্তে স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে কোনোরকম অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়নি। এই বিষয়ে প্রশাসনিক স্তরে আলোচনা চলছে। এমনকি স্কুল প্রধান এবং অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

