- Home
- West Bengal
- West Bengal News
- Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সির জন্য এবার থেকে জারি হচ্ছে নয়া নিয়ম, আর নেওয়া যাবে না লাগেজ
Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সির জন্য এবার থেকে জারি হচ্ছে নয়া নিয়ম, আর নেওয়া যাবে না লাগেজ
Ola, Uber, Rapido-র মতো ক্যাব পরিষেবাগুলিতে এবার থেকে লাগেজ নিয়ে যাতায়াতের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। যাত্রীরা সর্বোচ্চ ১০ কেজি ওজনের এবং নির্দিষ্ট মাপের লাগেজ বহন করতে পারবেন। এই নিয়ম লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে।

আজকাল অনেকেই অ্যাপের মাধ্যমে বাইক বা ক্যাব বুক করে নিজের গন্তব্যে যান। তা রোজের অফিস যেতে হোক কিংবা অন্যত্র কোথাও- ক্যাবের ওপর ভরসা করেন অনেকেই।
এবার Ola, Uber, Rapido-র বাইক-ট্যাক্সির ব্যবহারে আসছে নয়া নিয়ম। এবার থেকে আর লাগেজ নিয়ে যাতায়াত করা যাবে না।
প্রায়শই দেখা যায়, বাইকে করে যাতায়াতের সময় যাত্রীরা বিরাট লাগেজ নিয়ে দাঁড়িয়ে থাকেন। চালক আপত্তি জানালেও যাত্রীরা তা মানতে চান না।
অত্যাধিক ওজন নিয়ে চলাচল করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনাও ঘটেছে। এবার এই নিয়ে কড়া হল সংস্থা।
এবার থেকে সড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতেই লাগেজের মাপ-ওজন নিয়ে কড়া হল প্রশাসলন।
বাইক ও ট্যাক্সিতে সর্বাধিক ১০ কেজি ওজনের ব্যাগ নিয়ে পারবেন যাত্রীরা। তার বেশি নেওয়া যাবে না। সেই সঙ্গে ব্যাগের দৈর্ঘ্য হতে হবে ৩৬ সেন্টিমিটারের মধ্যে।
যাত্রী যদি ব্যাগটি বাইকের দুপাশে ঝুলিয়ে নিয়ে চান তবে ঝুলন্ত অংশ ১৫ সেন্টিমিটারের বেশি হতে পারবে না।
তেমনই বাইক ও ট্যাক্সিতে হলুদ নম্বর প্লেট ব্যবহার করতে হবে এবার থেকে। যারা মানবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে কড়া ব্যবস্থা।
এ প্রসঙ্গে উত্তর ২৪ পরগনার পরিবহণ আধিকারিক প্রদীপ মজুমদার বলেন, মানুষের সুরক্ষাই আমাদের প্রথম লক্ষ্য। নতুন নিয়মের মাধ্যমে আমরা দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমাতে পারব। শুধুমাত্র কলকাতা নয়, জেলাগুলিতেও এই নির্দেশ কার্যকর করা হবে।
সব মিলিয়ে আসছে পরিবর্তন এবার থেকে ক্যাব বুক করার আগে সতর্ক হন। অধিক লাগেজ থাকলে ক্যানসেল হতে পারে আপনার ট্রিপ।

