- Home
- West Bengal
- West Bengal News
- Rain Forecast: গোটা বঙ্গেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি, দুর্যোগ থেকে মুক্তি নেই সপ্তাহ শেষে
Rain Forecast: গোটা বঙ্গেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি, দুর্যোগ থেকে মুক্তি নেই সপ্তাহ শেষে
শুক্রবার সকালেও আকাশ ছিল রোদ ঝলমলে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উধাও হয়। কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। দুপুর থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

হঠাৎ বৃষ্টি
শুক্রবার সকালেও আকাশ ছিল রোদ ঝলমলে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উধাও হয়। কালো মেঘে ঢাকা পড়ে আকাশ। দুপুর থেকেই ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। দুই ২৪ পরগনা, হাওড়়া কলকাতায় বিক্ষিপ্তভাবে প্রচুর বৃষ্টি হয়েছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস এখনই বৃষ্টি থেকে মুক্তি নেই।
কলকাতায় বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইটের তথ্য় অনুযায়ী কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আকাশ থাকবে সাধারণত মেঘলা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়়ো হাওয়া বইবে।
বৃষ্টির পূর্বাভাস
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাোয়া অফিস। শুক্রবার টানা সারা দিন বৃষ্টি হবে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উপকূলবর্তী সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
রাতেও বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। রাতের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহের শেষেও বৃষ্টি হবে। অর্থাৎ খারাপ আবহাওয়া থাকবে রবিবার পর্যন্ত। তারপর থেকে কিছুটা হলেও উন্নতি হবে আবহাওয়ারর।
উত্তরবঙ্গে বৃষ্টি
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি গোটা বঙ্গেই বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

