- Home
- West Bengal
- West Bengal News
- ৫০০০ টাকা পেতে কীভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন? আবেদনকারীরা পাবেন এই বাড়তি সুবিধেগুলি
৫০০০ টাকা পেতে কীভাবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করবেন? আবেদনকারীরা পাবেন এই বাড়তি সুবিধেগুলি
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা।

শ্রমশ্রী প্রকল্প
মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য চালু করেছেন শ্রমশ্রী প্রকল্প। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। এই প্রকল্প ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এই প্রকল্পের মাধ্য়মে পরিযায়ী শ্রমিকদের এককালীন ৫ হাজার টাকা ও এক বছর পর্যন্ত প্রতি মাসে ৫হাজার টাকা করে দেওয়া হবে। রইল আবেদনের পদ্ধতি
শ্রমশ্রী প্রকল্পে আবেদন
রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি সরকারি কর্মসূচি চালাচ্ছে। এই সেকানে গিয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসা শ্রমিকরা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। এছাড়াও অনলাইনে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। অফ লাইনের মত অন লাইনেও প্রকল্পের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
শ্রমশ্রী অ্য়াপ ডাউনলোড
- মোবাইলে আবেদন করলে প্রথমে শ্রমশ্রী অ্য়াপ ডাউনলোড করতে হবে। অ্য়াপটি ইনস্টল করার পরে লগইন আর রেজিস্ট্রার - দুই অপশান আসবে। সংশ্লিষ্ট ব্যক্তি যদি কর্মসাথী প্রকল্পে নথিভুক্ত থাকেন তাহলে ফোন নম্বর দিয়ে Generate OTP অপশানে ক্লিক করতে হবে। ফোনে আসা ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখলেই নাম নথিভুক্ত হবে।
- কর্মসাথী পোর্টালে নাম না থাকলে Register অপশানে ক্লিক করুন। সেখানে ফোন নম্বর দিলে ওটিপি আসবে।
আবেদন প্রক্রিয়া
আবেদনকারীরা নিজেদের তথ্য, ভিনরাজ্যে কাজের প্রমাণ এবং বাংলায় ফেরার বিবরণ জমা দিয়ে Shramashree ID Card পাবেন। এই আই-কার্ডের মাধ্যমেই প্রকল্পের সব সুবিধা পাওয়া যাবে। এই প্রকল্পের সুবিধে শুধুমাত্র এই রাজ্যের বাসিন্দারাই পাবেন। ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিকদের সংশ্লিষ্ট রাজ্যে কাজের সার্টিফিকেট দিতে হবে। তবেই পাবেন প্রাপ্য টাকা।
শ্রমশ্রী প্রকল্পের সঙ্গে বাকি সুবিধে
- শ্রমশ্রী আইডি কার্ড- পরিযায়ী শ্রমিকদের আলাদা পরিচয়পত্র।
- পরিযায়ী শ্রমিকদের পরিবারকে এই প্রকল্পের মাধ্য়মে রেশন ও স্বাস্থ্য বিমার সুবিধে পাবে
- যে পরিযায়ী শ্রমিকদের পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনার আওয়ায় বাড়ি তৈরি করে দেবে সরকার।
- পরিযায়ী শ্রমিকদের সন্তানদের পড়াশুনায় আর্থিক সাহায্য় করবে সরকার।

